ডোনাল্ড ট্রাম্প (Photo Credits: Getty Images)

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর: চিনা ভিডিও শেয়ারং অ্যাপ টিকটকের উপরে নিষেধাজ্ঞা (Ban on TikTok Downloads) জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন ফেডারেল জাজ ড্রাম্পের সেই নিষেধাজ্ঞা বাতিল করে দিলেন। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুসারে টিকটকের ডাউনলড নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে হল্ট করালেন ফেডারেল জাজ। নাহলে রবিবার রাত থেকেই মার্কিন মুলুকে টিকটকের বিচরণ পড়ত তালা। আগে মার্কিন বাণিজ্যিক দপ্তর বলেছিল, টিকটক ডাউনলোডের নিষেধাজ্ঞা আপাতত ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হচ্ছে। ট্রাম্প ঘোষণা করেছিলেন, মার্কিন মুলুকে টিকটকের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে ওরাক্যল ও ওয়ালমার্টের হাতে। যদি এই শর্ত মানা হয় তাহলেই মার্কিন প্রশাসন, ওরাক্যল এবং ওয়ালমার্টের সহাবস্থানে মার্কিন মুলুকে ব্যবসা করতে পারবে টিকটক। আরও পড়ন-Farm Bills Enacted as Law: কৃষি বিলে অনুমোদন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের

গত ৬ আগস্ট ট্রাম্প এটি নির্দেশিকায় সই করেন যেখানে স্পষ্ট বলা ছিল, বাইট ড্যান্সের সঙ্গে যেকোনও রকম মার্কিন লেনদেন নিষিদ্ধ হল। এই আইন কার্যকরী হবে ৪৫ দিনের মধ্যেই। ১৪ আগস্ট আবার নতুন করে আরও এক নির্দেশিকায় ট্রাম্প জানান, ৯০ দিনের মধ্যে বাইট ড্যান্সকে ঠিক করতে হবে তারা মার্কিন মুলুকে ব্যবসা করবে কি না। এদিকে মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও বিস্ফোরক অভিযোগ আনেন। তিনি বলেন, টিকটক, উইচ্যাটের মতো চিনা অ্যাপ মার্কিন মুলুক থেকে তথ্য সংগ্রহ করে চিনের কমিউনিস্ট সরকারকে সরবরাহ করছে।