দিল্লি, ৫ নভেম্বর: আমেরিকায় চলছে রাষ্ট্রপতি নির্বাচন (US Election Results 2024)। আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনে এবার লড়ছেন ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস (Kamala Harris)। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) না ভারতীয় বংশোদ্ভুদ কমলা হ্যারিস জিতবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে গোটা বিশ্ব জুড়ে। এসবের মধ্যে এবার নয়া খবর প্রকাশ্যে এল। জানা যাচ্ছে, আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনে নিউ ইয়র্কে যে ব্যালট পেপার ছাপানো হয়ছে, সেখানে ইংরেজির পাশাপাশি রয়েছে আরও ৪ ভাষা। যেগুলি হল চিনা, স্প্যানিশ, কোরিয়ান এবং বাংলা।
নিউ ইয়র্কে যত বাঙালি বসবাস করেন, তার নিরিখেই সেখানে বাংলায় ব্যালট পেপার ছাপানো হয়েছে। নিউ ইয়র্কে কত বাঙালির বাস, তা টাইমস স্কয়ার দেখলেই মাঝে মধ্যে স্পষ্ট হয়ে যায়। এবার সেদিকে নজর রেখেই নিউ ইয়র্কের ভোটে ব্যবহৃত ব্যালট পেপারে রয়েছে বাংলা ভাষা। যা গোটা বিশ্বের বাঙালিদের কাছে অত্যন্ত গর্বের বিষয় বলেই মনে করছে বিভিন্ন মহল।