Photo ANI

পোস্ট্রেট ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ইউএস ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন (Loyd Austin)। সিএনএনের তরফে জানা গেছে ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে নতুন বছরের শুরুতেই ভর্তি করা হয় লয়েড অস্টিনকে।

হাসপাতালের তরফে জানা গেছে ডিসেম্বরের শুরুতেই এই ক্যান্সার রোগ ধরা পড়ে। ২২ ডিসেম্বর সার্জারি করানো হয় ক্যান্সার রোগ নিরাময়ের জন্য। যদিও হাসপাতালে ভর্তি হওয়ার ৩ দিন পর বিষয়টি জানতে পারেন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) এবং অন্যান্য পদাধীকারীরা। যদিও পোস্ট্রেট ক্যানসারের বিষয়টি কেন তিনি সবার থেকে অগোচরে রেখেছিলেন সেই বিষয়ে কিছু জানা যায়নি।

জানুয়ারীর ১ তারিখে বমি এবং পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় অস্টিনকে। মূত্রাশয়েও সংক্রমন দেখা দিয়েছে অস্টিনের।

আমেরিকান ক্যানসার সোসাইটির মতে আমেরিকায় নাগরিকের মৃত্যুর কারণ হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে পোস্ট্রেট ক্যানসার। ফুসফুসের ক্যানসারের পরেই রয়েছে এই ধরনের ক্যানসারে মৃত্যুর ঘটনা। যদিও পোস্টেরেট ক্যানাসেরের কারণে মানুষের এখন মৃত্যু হয়না। মৃত্যু হার আগের তুলনায়  অনেকটাই কমে গিয়েছে।