US Charges 5 Pakistani Men: পারমানবিক অস্ত্র চুরি করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ধরা পড়ল পাকিস্তানি চোরাচালানকারীরা
পাকিস্তানের জাতীয় পতাকা/ প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

ওয়াশিংটন, ১৭ জানুয়ারি: মার্কিন যুক্তরাষ্ট্রে (US) চোরাচালান করতে গিয়ে অভিযুক্ত পাঁচ পাকিস্তানি ব্যবসায়ী। রাওয়ালপিণ্ডির (Rawalpindi) একটি সংস্থা ‘বিজনেস ওয়ার্ল্ড’-নামে ওই সংস্থার পাঁচ কর্তাকে আমেরিকা গ্রেফতার করার পর কূটনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। মার্কিন বিচারক দফতর এই কথা ঘোষণা করে। যে পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে তারা সকলেই পাকিস্তানী বংশোদ্ভুত- হাজি ওয়ালি মহম্মদ শেখ, আশরাফ খান মহম্মদ, আহমেদ ওয়াহিদ, মহম্মদ আহসান ওয়ালি এবং মহম্মদ কামরান ওয়ালি। মার্কিন সরকার তাদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট এবং এক্সপোর্ট কন্ট্রোল রিফর্ম অ্যাক্ট আনে।

রিপোর্ট অনুযায়ী, তারা এই মালপত্রগুলি পাকিস্তানের অ্যাডভান্সড রিসার্চ অর্গানাইজেশন এবং পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনে পাচার করছি। তাদের কাছে কোনও রফতানির কাগজপত্র ছিল না। গত ২০১৪ সেপ্টেম্বর থেকে অক্টোবর ২০১৯-র মধ্যে প্রায় ৩৮ টি বেআইনি কোম্পানি ২৯ টি মার্কিন কোম্পানির থেকে এমন বেআইনিভাবে অস্ত্র নেওয়ার অভিযোগ ওঠে। আরও পড়ুন, 'কাশ্মীর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়', নতুন দিল্লির পাশে দাঁড়িয়ে জানিয়ে দিল রাশিয়া

কিন্তু উল্লেখযোগ্য ভাবে এই চোরাচালানের ঘটনা সামনে আসার ফলে ভারত-সহ পাকিস্তানের প্রতিবেশী সব দেশেরই উদ্বেগ বেড়েছে। মার্কিন বিবৃতিতেও বলা হয়েছে, এই পাঁচ জনের কর্মকাণ্ড আমেরিকা তো বটেই, গোটা ভারতীয় উপমহাদেশের সব দেশের কাছেই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের নিজস্ব কোনও পরমাণু প্রযুক্তি নেই। প্রায় পুরোটাই অন্যান্য দেশ থেকে প্রযুক্তি চুরি করে তৈরি হয়েছে সেই সব যুদ্ধাস্ত্র। ফের সেই চুরি ধরা পড়ায় কূটনৈতিক মহল মনে করছে, পাকিস্তান সেই কর্মকাণ্ড এখনও বন্ধ করেনি।