ইউক্রেন ও ইজরায়েলকে যুদ্ধে ঘুরে দাঁড়াতে মার্কিন কংগ্রেসের কাছে ১০৫ বিলিয়ন ডলারের অর্থসাহায্যের প্রস্তাব করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন এই সলাহায্যের ফলে নাকি ইউক্রেনে হওয়া রাশিয়ার হামলা এবং হামাসের ইজরায়েলের মানবিকতার ওপর হামলাকে প্রতিহত করবে। এছাড়া গাজাকেও সাহায্যের কথা জানিয়েছেন তিনি।
এই অনুরোধের মধ্যে দিয়ে আমেরিকা এবং মেক্সিকোর বর্ডারে সীমানা তৈরির জন্যও আর্থিক সাহায্য চাওয়া হয়েছে।
তিনি জানিযেছেন যে যে অর্থ সাহায্য চাওয়া হয়েছে তার মধ্যে ৬১. ৪ বিলয়ন ডলার দেওয়া হবে ইউক্রেনকে। যা বিভিন্ন ধরনের অস্ত্র সাহায্যের মাধ্যমে দেওয়া হবে ইউক্রেনকে। এর পাশাপাশি ১৪.৩ বিলিয়ন ডলার দেওয়া হবে ইজরায়েলকে।৭.৪ বিলিয়ন সাহায্য দেওয়া হবে তাইওয়ানকে।১৩.৬ বিলিয়ন ডলার অর্থ দেওয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে বর্ডার তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হবে।
৩ বিলিয়ন ডলার দেওয়া হবে নতুন সাবমেরিন তৈরির ক্ষেত্রে। ২ বিলিয়ন ডলার দেওয়া হবে অন্যান্য উন্নতিমূূলক সাহায্যের ক্ষেত্রে। এবং বিদেশে সামরিক অর্থসহায়তার ক্ষেত্রে দেওয়া হবে ২ বিলিয়ন ডলার।
Biden requests USD 105 billion from Congress for aid in Israel, Ukraine
Read @ANI Story | https://t.co/0ldswvriS4 #Israel #Ukraine #JoeBiden pic.twitter.com/A7SNfbDiHX
— ANI Digital (@ani_digital) October 21, 2023