
নয়াদিল্লিঃ শনিবার আমেরিকান প্রেসিডেন্ট(American President) ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) নির্দেশে লোহিত সাগরের তীরে ইয়েমেনে ব্যাপক বোমাবর্ষণ করল আমেরিকান সেনাবাহিনী। এই ঘটনায় ১৯ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর। নিহতদের মধ্যে রয়েছে একাধিক শিশু। ইয়েমেনের হুথি গোষ্ঠীদের বিরুদ্ধেই মূলত ট্রাম্পের এই অভিযান। এই অভিযানের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন হুঁশিয়ারির সুরে ট্রাম্প বলেন, "আপনারা এবার থামুন। নইলে আকাশ থেকে নরক বর্ষণ হবে।"
পশ্চিম এশিয়ায় হামলা শুরু ট্রাম্পের
প্রসঙ্গত, সৌদি আরবের দক্ষিণে অবস্থিত একটি ছোট্ট দেশ ইয়েমেন। এই দেশের একদিকে রয়েছে লোহিত সাগর অন্যদিকে রয়েছে এডেন উপসাগর। আর এক দিকে রয়েছে আরব সাগর। চারিদিকে জল দিয়ে ঘেরা হওয়ায় মূলত জলপথেই এই দেশের ব্যবসা বানিজ্য চলে। কিন্তু বানিজ্যে বিভিন্নভাবে বাধা দেয় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা। জাহাজে আক্রমণ চালায় তাঁরা। রিপোর্ট বলছে, ২০২৩ সালের নভেম্বর থেকে এখনও পর্যন্ত লোহিত সাগরে বাণিজ্যতরী লক্ষ্য করে অন্তত ১০০টি হামলা চালিয়েছে হুথিরা। হুথিদের এই কার্যকলাপ আটকাতেই ট্রাম্পের এই অভিযান। এই ঘটনার পর হুথিদের সংগঠন পাল্টা বিবৃতি দিয়ে জানায়, ‘আমাদের ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই ধরনের হামলার জবাব দিতে প্রস্তুত।’’
ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে গোলাবর্ষণ
US Airstrikes on Several Houthi Sites in Yemen’s Sanna, Houthis Vow Revenge; 13 Killed (See Pics and Videos)https://t.co/HznQH9TorU#USAirstrikes #Yemen #Sanna #Houthi
— LatestLY (@latestly) March 16, 2025