ফের মার্কিন মুলুকে ভারতীয়ের মৃত্যুর ঘটনা। এবার নিউইয়র্কের হার্লেনে (Harlen)। মৃতের নাম ফাজিল খান। নিউ ইয়র্কে ভারতীয় দূতাবাসের তরফে সবরকমের সহায়তা প্রদান করা হচ্ছে ফাজিল খানের পরিবারকে।
ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে,"হার্লেমে অগ্নিকান্ডের দুর্ঘটনায় মৃত ফাজিল খানের মৃত্যুতে দুঃখিত।তাঁর দেহ ফিরিয়ে আনতে সমস্ত রকমের সহায়তা প্রদান করা হবে। "
দমকল বিভাগ থেকে জানা গেছে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার জেরে ১৭ জন আহত হয়েছেন এবং প্রায় ডজনখানেক মানুষ গৃহহারা হয়েছেন বলে জানা গেছে।
১৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
২০২৩ সালে নিউইয়র্ক শহরে শুধুমাত্র লিথিয়াম ব্যটারি ফেটে আগুন লেগে যাওয়ার সংখ্যা ২৬৭, যার মধ্যে আহত হয়েছেন ১৫০ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের।
২০২৪ সালে এখনও পর্যন্ত ২৪ টি লিথিয়াম ব্যাটারির কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং ৮ জন আহত হয়েছেন।
US: 27-year-old Indian national dies in fire in Harlen, India's Consulate in New York extends support
Read @ANI Story | https://t.co/zzR6nVor3m#US #Newyork #Fire pic.twitter.com/EnpmL4U6z1
— ANI Digital (@ani_digital) February 25, 2024