নিউ ইয়র্ক, ১৫ মে: আমেরিকার নিউ ইয়র্কের (New York) বাফেলোতে (Buffalo) একটি সুপার মার্কেটে বন্দুকবাজের (Gunman) গুলিতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাফেলো পুলিশ জানিয়েছে, টপস ফ্রেন্ডলি মার্কেট (Tops Friendly Markets) নামের ওই সুপার মার্কেটটিতে ঢুকে রাইফেল থেকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে এক বন্দুকধারী। তার পরনে ছিল মিলিটারি স্টাইলের পোশাক। অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেফতার করা হলেও তার পরিচয় জানা যায়নি।

সুপারমার্কেটটি ডাউনটাউন বাফেলো থেকে প্রায় ৫ কিমি উত্তরে অবস্থিত। আশপাশের এলাকাটি মূলত আবাসিক। একটি ফ্যামিলি ডলার স্টোর এবং একটি ফায়ার স্টেশন স্টোরের কাছে অবস্থিত সুপারমার্কেটটি। স্থানীয় সময় শনিবার বিকেলে এক বন্দুকধারী রাইফেল নিয়ে ওই সুপারমার্কেটে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে। এছাডা়ও হেলমেটে ক্যামেরা লাগিয়ে ঘটনার লাইভ স্ট্রিমিংও করে সে। আচমকা গুলি চলাতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দোকানের কয়েকজন কর্মীও রয়েছেন, বাকিরা গ্রাহক। বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশিরভাগই কৃষ্ণাঙ্গ। আরও পড়ুন: Covid-19 In North Korea: ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে সংক্রমণ, উত্তর কোরিয়ায় কোভিডে মৃত্যু আরও ২১ জনের

এরি কাউন্টির শেরিফ জন গার্সিয়া বলেছেন, "এটি সরাসরি একটি জাতিগতভাবে অনুপ্রাণিত ঘৃণামূলক অপরাধ ছিল। এটা খুব খারাপ কাজ।"