বিশ্বজুড়ে আর্থিক মন্দার জেরে ছাঁটাই চলছে পৃথিবীর নামী দামী কোম্পানিগুলিতে।এবার সেই ছাঁটাইয়ের কোপ পৃথিবীর সবথেকে মূল্যবান অটোমেকার কোম্পানি টেসলাতেও।সংস্থার পক্ষ থেকে প্রায় ৩০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে জানা গেছে।নিউইয়র্কের বাফালোর প্লান্টে টেসলার অটোপাইলট বিভাগে কর্মরত কর্মীদের ছাঁটাই করার বিষয়টি জানা গেছে।তবে কর্মীদের অভিযোগ, ইউনিয়ন তৈরির ক্ষেত্রে ক্যাম্পেন করার জন্যই নাকি তাঁদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
তবে সংস্থার দাবি ইউনিয়ন তৈরির জন্য, নয় তাদের বরখাস্ত করা হয়েছে তার আগেই। বিশেষত কোম্পানি প্রতি ৬ মাস অন্তর প্যারফর্মান্স চেক করে এবং তার ভিত্তিতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।তবে গত ৬ মাসে কোম্পানিতে কর্মাচারীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।কোম্পানি সিইও ইলন মাস্ক এর আগেও তার সংস্থায় ইউনিয়ন তৈরি করা নিয়ে বিরোধীতা করেছিলেন। এবং এই বিষয়ে একটি টুইটও করেন তিনি।
Tesla laid off more than 30 employees from its Autopilot department at its Buffalo plant in New York, a day after workers launched a campaign to form a union, according to a complaint filed with a U.S. government agency https://t.co/6OMld1CoYB pic.twitter.com/kVK2gpZWwu
— Reuters (@Reuters) February 17, 2023