S Jaishankar At US (Photo Credit: X@ANI)

মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও-র আমন্ত্রণে কোয়াড-ভুক্ত দেশগুলির (QUAD Countries) বিদেশ মন্ত্রীদের বৈঠকে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পৌছালেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর (External Affairs Minister Dr S Jaishankar)। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের ২১ শে জানুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে আলোচিত বিষয়গুলি নিয়ে কথা বলবেন তারা। আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন বিশেষ করে ভারত প্রশান্ত মহাসাগারীয় অঞ্চল সংক্রান্ত বিষয় গুলি নিয়ে কোয়াড গোষ্ঠীর বিদেশমন্ত্রীরা মত বিনিময় করবেন।

 

গতকাল  (৩০ জুন) বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনদিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন ও মুক্ত উন্নয়নমুখী প্রস্তাবের ওপর কোয়াড সদস্য দেশগুলি বিশেষ জোর দিচ্ছে। পহেলগাঁও হামলার পর এটিই প্রথম কোয়াডের মন্ত্রী পর্যায়ের বৈঠক (QUAD Foreign Minister's Meeting)। গতকাল ডক্টর জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ‘দ্য হিউম্যান কস্ট অফ টেররিজম’ শীর্ষক একটি প্রদর্শনীর উদ্বোধন করেন। যেখানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের ধংসের চিত্রের পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূল করতে আন্তর্কজাতিক স্তরে পদক্ষেপগুলি তুলে ধরা হয়েছে।উল্লেখ্য, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে পর্যায়ক্রমে পাকিস্তানের সভাপতিত্ব পাওয়ার একদিন আগেই এই প্রদর্শনীর উদ্বোধন হবে।