United Airlines (Photo Credit: Twitter)

নিই ইয়র্ক, ১১ জুলাই: মাঝ আকাশে পছন্দ হয়নি বিমানের খাবার। বিমানের খাবার পছন্দ না হওয়াতে ওড়ার ২ ঘণ্টার মধ্যে যাত্রীদের জেদের কাছে হার মানতে হয় চালককে। এমনই একটি ঘটনার সাক্ষী  ইউনাইটেড এয়ারলাইন্স। যেখানে বিমানের খাবার পছন্দ হয়নি এক বিসনেস ক্লাসের যাত্রীর। খাবার পছন্দ না হওয়াতে মার্কিন মুলুকের হাউসস্টোন থেকে উড়ে আমস্টারডামে নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারেনি বিমানটি।  হাউসস্টোন থেকে ওড়ার ২ ঘণ্টার মধ্যে ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটিকে নামতে হয় চিকাগো এয়ারস্পেসে। এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এলে, তা নিয়ে শোরগোল ছড়ায়।

এরপর চিকাগো এয়ারস্পেস থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের ওই বিমানটিকে ও হেয়ার বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। এরপরই ওই বিমানের অন্য বেশ কিছু যাত্রী ট্যুইট করেন। যেখানে এক যাত্রীর 'অভদ্র' ব্যবহারের উল্লেখ করে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সংশ্লিষ্ট বিমানের যাত্রীরা।