এবং কথায় কথায় চিৎকার করে ওঠেন। শেষমেশ বিমানকর্মীরা তাঁকে থামাতে গেলে তাঁদের ওপরেই চড়াও হয় সে। এমনকী তাঁর হাত বাধতে গেলে এক বিমানকর্মীর কাঁধে কামড়ে ফেলে ওই উত্তেজিত মহিলা। গত মঙ্গলবার এমনই এক ঘটনা ঘটল ফ্লোরিডা থেকে নিউ জার্সিগামী ইউনাইটেড এয়ারলাইনের ফ্লাইট ৭৬২-তে। ওই মহিলার ব্যবহারে শেষমেশ অতিষ্ট হয়ে পুলিশের হাতে তুলে দেন বিমানকর্মীরা।
জানা যাচ্ছে, এদিন মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ছাড়ার আগে অবধি ওই মহিলা ঠিকঠাকই ছিলেন। তবে মাঝ আকাশে কিছুটা ওড়ার পরেই সে তাঁর আসল রূপ বের করে। সহযাত্রীরা জানিয়েছেন, চেয়ারে বসে কার্যত ঝাঁকুনি দিয়ে চিৎকার করে ওঠেন সে। তারপর তাঁকে যেই কেউ থামতে বলে তখনই তাঁর ওপর চিৎকার করে ওঠে। এরপর বিমানকর্মীরা এসে তাঁকে সংযত থাকতে বললে তাঁদের ওপর গালিগালাজ করতে শুরু করে। আর তখনই এক পুরুষ বিমানকর্মীকে কামড়ে দেয় সে। তবে তারপরেও কর্মীরা সংযত থেকে পুলিশকে বিষয়টি জানায়।
United Airlines Flight 762 operated by a Boeing 737-924(ER) aircraft (N68823) from Miami to Newark, New Jersey diverts to Orlando (MCO), Florida after an aggressive passenger reportedly bites a flight attendant, then threatens other passengers.
The violent passenger screamed at… pic.twitter.com/aeqLUlgK5D
— FL360aero (@fl360aero) July 11, 2024
এরপর অরল্যান্ডো পুলিশ বিভাগের কর্মচারীরা এসে তাঁকে নিয়ে যায়। যদিও অরল্যান্ডো বিমানবন্দরে নামার পর তাঁর মুখে অভব্য ভাষাপ্রয়োগ করতে কেউ শোনেননি। তবে মাঝআকাশে তাঁর কীর্তিকলাপকে ক্যামেরাবন্দি করে রেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। আর সেই দেখেই তদন্ত করছে পুলিশ। যদিও এই ঘটনায় ওই মহিলাকে এখনও গ্রেফতার করা হয়নি। তাঁর মানসিক অবস্থা দেখার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।