নয়াদিল্লিঃ আচমকা বিপত্তি। চলন্ত বিমানের উইন্ডশিল্ড (Windshield)ভেঙে আহত পাইলট। ভেঙে গুঁড়োগুঁড়ো কাচ। ককপিটে রক্তারক্তি। যদিও বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যাত্রীদের বিকল্প বিমানে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আমেরিকায়। গত বৃহস্পতিবার ডেনভার থেকে লস এঞ্জেলেসের দিকে রওনা দিয়েছিল ইউনাইটেড এয়ারলাইন্সের (United Airlines) '৭৩৭ ম্যাক্স' বিমানটি। মাঝ আকাশে ৩৬ হাজার ফুট উচ্চতায় আচমকাই ভেঙে যায় বিমানের উইন্ডশিল্ড। ভাঙা কাচ দ্বারা গুরুতর জখম হন বিমান চালক। হাত কেটে গলগল করে রক্ত বের হতে শুরু করে।
চলন্ত বিমানে আচমকা বিপত্তি
সঙ্গে সঙ্গে বিমানটিকে নিকটবর্তী বিমানবন্দরে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর নিরাপদে সমস্ত যাত্রীদের নিয়ে বিমানবন্দরে ফেরে বিমানটি। সঙ্গে সঙ্গে বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। বিমানসংস্থা সূত্রে খবর, ৬ ঘণ্টা পর যাত্রীদের জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান ছোট গ্ৰহাণুর আঘাতের জেরে এই ঘটনা ঘটেছে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ককপিটে রক্তারক্তি, ভেঙে গুঁড়োগুঁড়ো চলন্ত বিমানের উইন্ডশিল্ড, জখম পাইলট
United Airlines 737 MAX pilot injured after the windshield cracked at 36,000 while flying from Denver to Los Angeles on Thursday.
Reports have suggested the possibility of the aircraft being hit by falling space debris or a small meteorite, though this remains unconfirmed.… pic.twitter.com/8qNg6aA0uE
— Breaking Aviation News & Videos (@aviationbrk) October 18, 2025