হামাস ইজরায়েলের যুদ্ধে সাধারণ মানুষ তো বটেই বাদ যায়নি রাষ্ট্র সংঙ্ঘের কর্মচারীরাও। হামাসের সঙ্গে যুদ্ধ হলেও আর্ন্তজাতিক আইনের তোয়াক্কা না করে যাচ্ছে তাই ভাবে অবিরত বোমা বর্ষণ করে চলেছে ইজরায়েলি বাহিনী। সেই বিস্ফোরনের আঘাতে নিহত হয়েছেন প্রায় ১০২ জন ইউনাইটেড নেশনের কর্মীরা।এমনটাই জানিয়েছে সংস্থা।এছাড়া এখনও পর্যন্ত ২৭ জন ইউএন সদস্য হামলায় আহত হয়েছেন বলে জানিয়েছে ইউএন।
যুদ্ধের ইতিহাসে এটিই সবথেকে বড় ক্ষতি যেখানে এখনো পর্যন্ত সবথেকে বেশী ইউএন কর্মী মারা গিয়েছেন। যার বেশিরভাগ অংশই মারা গিয়েছেন ইজরায়েলী বিমানের বোমাবর্ষনের কারণে।
৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ব্যাপক বোমাবাজি শুরু হয়েছে ইজরায়েলের তরফে। যার জেরে মৃত প্যালেস্তানীয়ের সংখ্যা দাড়িয়েছে ১১ হাজারেরও বেশি। অন্যদিকে ইজরায়েলের মৃতের সংখ্যা ১২০০।
এখনও পর্যন্ত স্থল যুদ্ধে নেমে ৪৬ জন সেনার মৃত্যু খবর পাওয়া গেছে। পণবন্দিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত কোন যুদ্ধবিরতি না করার সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল। এর মধ্যেই আইডিএফের তরফে জানানো হয়েছে যে গাজায় তারা দখল নিয়েছে হামাসকে সরিয়ে। তাহলে কি যুদ্ধ শেষের দিকে নাকি আরও নয়া মোড়কে চমক লুকিয়ে আছে ইজরায়েল হামাসের এই যুদ্ধে, তা সময় বলবে।
At least 102 UN staff members killed in Gaza since Israel-Hamas war began: UN aid agency
Read @ANI Story | https://t.co/OWEjhDfTMZ#Israel #Gaza #IsraelHamaswar #UnitedNations pic.twitter.com/38zbNGMNTO
— ANI Digital (@ani_digital) November 14, 2023