কিভ, ৩১ ডিসেম্বর: বছর শেষে ইউক্রেনের মরণকামড় টের পেল রাশিয়া। ব্ল্যাক সি-র ওপর দিয়ে উড়ে আক্রমণে নামা রাশিয়ার Mi-8 যুদ্ধ কপ্টারকে ধ্বংস করে দিল ইউক্রেনের ড্রোন। ইউক্রেনের মাগুরা V5 নৌবাহিনীর বিশেষ ড্রোন ব্ল্যাক সি-র ওপর যেভাবে রাশিয়ার যুদ্ধ বিমানকে ধ্বংস করল তার ভিডিয়ো দেখে গোটা বিশ্বের চক্ষুচড়ক গাছ। সামরিক কৌশল বদল করে ভ্লাদিমির পুতিনের দেশের বিরুদ্ধে বড় সাফল্য পেল ইউক্রেন।
ব্ল্যাক সি-তে রাশিয়ার একাধিপত্যে চ্যালেঞ্জ ইউক্রেনের
ব্ল্যাক সি-র ওপর রাশিয়ার একাধিপত্য এর ফলে বড় চ্যালেঞ্জের মুখে পড়ল। ক টা দিন যুদ্ধে বেশ কোণঠাসা হয়ে পড়া জেলেনস্কির দেশ ড্রোন দিয়ে বাজিমাত করল।
দেখুন কীভাবে রাশিয়ান কপ্চারকে ধ্বংস করল ইউক্রেনের ড্রোন
ট্রাম্প ক্ষমতায় বসলেই ইউক্রেনের কোণঠাসা হওয়া নিশ্চিত
🚨🇺🇦🇷🇺
It marks the first-ever documented instance of a naval drone… pic.twitter.com/8uqBvykR41
— Mario Nawfal (@MarioNawfal) December 31, 2024
গতকাল, সোমবার ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করতে রেকর্ড ২.৫ বিলিয়ন মার্কিন ডলার সামরিক সাহায্যের কথা ঘোষণা করেছে জো বাইডেন প্রশাসন। মার্কিনীদের করের টাকায় ইউক্রেনকে এভাবে সাহায্য করা নিয়ে বারবার তীব্র কটাক্ষ করেন ডোনাল্ড ট্রাম্প। আাগমী ১৯ জানুয়ারি সরকারীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ক্ষমতায় বসলে ইউক্রেনের মার্কিন সাহায্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর মার্কিন সাহায্য ছাড়া রাশিয়ার মত দেশের বিরুদ্ধে যুদ্ধে লড়ার ক্ষমতা থাকবে না। ট্রাম্পও দাবি করেছেন, তিনি ক্ষমতায় বসার সপ্তাহখানেকের মধ্যেই ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবেন। তাই জেলেনস্কির দেশের কাছে সময় খুবই কম।