Daniel Singh (Photo Credits: IANS)

বুখারেস্ট, ৪ মার্চ: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে পালাতে মরিয়া সবাই। বাদ যাচ্ছে না ৯ মাস বয়সের শিশুপুত্র ড্যানিয়েল সিং (Daniel Singh) । আপাতত ইউক্রেন থেকে কোনওরকমে প্রাণে বেঁচে রোমানিয়াতে আশ্রয় নিয়েছেন ড্যানিয়েলের বাবা মা পঙ্কজ(২৯) এবং ক্রিস্টিনা (২৬)। যত তাড়াতাড়ি সেখান থেকে ভারতে ফেরা যায়, তার চেষ্টা করছেন এই দম্পতি। ইউক্রেনের রাজধানী কিইভে তাঁদের গত বেশ কিছুদিন ধরে এই যুদ্ধ যুদ্ধ করে কম মানসিক ধকল যাচ্ছে না তাঁদের। বেশ কয়েকদিন আগে আতঙ্কেই তিনজনে বাড়ি থেকে বেরিয়ে আসেন। রাস্তায় একটি আবাসনের পার্কিংলটের নিচে থাকা বাংকারে কাটিয়েছেন তাঁরা। প্রাণে বাঁচতে এই চরম ঠান্ডার মধ্যে বাড়ি ছেড়েছেন ওই দম্পতি।

 পঙ্কজ জানিয়েছেন,  শিশুপুত্র ড্যানিয়েলের ভবিষ্যত নিয়ে দু’জনেই ভীষণ উদ্বিগ্ন। কারণ রাশিয়ান আগ্রাসনের মুখে সাধারণ ইউক্রেনিয়ানরা দিশেহারা। কয়েকদিন আগে পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল এখন পরিস্থিতি সম্পূর্ণ রূপে আলাদা। তবুও মানুষ লড়াই করছে। বেঁচে থাকার জন্য ন্যূনতম সামগ্রী এখন কিইভে মানুষ পাচ্ছে না। আন্তর্জাতিক সংস্থার উচিত এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো।