প্রত্যেক সপ্তাহে ৩৬ ঘণ্টা করে উপোস করেন ঋষি সুনক (Rishi Sunak)। রিপোর্টে প্রকাশ, স্বাস্থ্য সম্মত জীবনযাপন করতেই ব্রিটেনের প্রধানমন্ত্রী (UK PM) প্রত্যেক সপ্তাহে ৩৬ ঘণ্টা করে উপোস করে থাকেন। ওই সময় ঋষি সুনক জল, চা, কালো কফি ছাড়া অন্য কিছু মুখে তোলেন না। প্রত্যেক সপ্তাহে রবিবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার সকাল ৫টা পর্যন্ত চলে ঋষি সুনকের এই উপোস পর্যায়ক্রম।
বিবিসির এক সাক্ষাৎকারে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে এবং ব্যালান্সড লাইফস্টাইলের জন্যই প্রত্যেক সপ্তাহে ৩৬ ঘণ্টা করে উপোস করেন তিনি। প্রত্যেক মানুষের এই ধরনের কিছু নিয়ম মেনে জীবনযাপন করা উচিত বলেও মনে করেন সুনক। ৩৬ ঘণ্টা উপোস করে থাকার পর তিনি নিজের কিছুটা পছন্দ মত খাবার খেতে পারেন বলেও জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী।