লন্ডন, ২ ডিসেম্বর: ফাইজার-বায়োএনটেকের (Pfizer-BioNTech) করোনাভাইরাস ভ্যাকসিন (COVID-19 vaccine) ব্যবহারের জন্য অনুমোদন দিল ব্রিটেন (UK)। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিল তারা। আগামী সপ্তাহ থেকেই ভ্যাকসিন দেওয়া শুরু হবে। সরকার জানিয়েছে, "আজ ফাইজার-বায়োএনটেকের কোভিড -১৯ ভ্যাকসিন ব্যবহার অনুমোদনের জন্য ইনডিপেন্ডেন্ট মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির সুপারিশ গ্রহণ করেছে। এই ভ্যাকসিন আগামী সপ্তাহ থেকে দেশজুড়ে সরবরাহ করা হবে।"
ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন, এই প্রোগ্রামটি আগামী সপ্তাহের প্রথম দিকে শুরু হবে। তিনি বলেন, "এটি খুবই সুসংবাদ।" বুধবার ব্রাইটাইন ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনকে অনুমোদন দেওয়ার জন্য বিশ্বের প্রথম দেশ হয়ে ওঠে এবং বলেছিল যে এটি আগামী সপ্তাহ থেকে চালু করা হবে। আরও পড়ুন: Moderna Vaccine: কোভিড-১৯ আক্রান্ত রোগীর জটিল পরিস্থিতিতেও ১০০ শতাংশ কার্যকরী মডার্না ভাইরাস