South Korea Plane Crash (Photo Credits: X)

UAE Plane Crash: আকাশ সফরে একেবারে বিভীষিকার দিন। দক্ষিণ কোরিয়া, কানাডা, নরওয়ের পর এবার বিমান দুর্ঘটনা সংযুক্ত আরব আমিরশাহিতে। জাঝিয়া অ্যাভিয়েশন ক্লাবের একটি ছোট্ট বিমান নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে গেল। খুব সম্ভবত কপ্টারটি বিমান প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হয়। এই দুর্ঘটনায় পাইলট ও কো-পাইলট মারা গিয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে, দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যু হয়েছে। বরাতজোরে জেজু বিমানের (Jeju Air Flight 7c2216) দুজন যাত্রী বেঁচে গিয়েছেন। পাইলট, বিমানসেবিকা সহ বিমানের বাকি সবাই মারা গিয়েছেন।

অন্যদিকে, অন্যদিকে, কানাডার বিমান সংস্থার একটি বিমান রানওয়ে থেকে পিছলে আগুন ধরে গেল। এয়ার কানাডার এসি২২৫৯ বিমানটি সেন্ট জন’স থেকে হালিফাস্কে উড়ে আসে। কিন্তু অবতরণের সময়ই বিপত্তি ঘটে। হ্যালিফ্যাক্স বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে কানাডার বিমানের একটি অংশে আগুন ধরে যায়। তবে কোনওরকমে বরাত জোরে বেঁচে যান যাত্রীরা।

দেখুন সংযুক্ত আরবআমিরশাহিতে বিমান দুর্ঘটনা

এর পাশাপাশি, নরওয়ের ওসলোতে কেএল রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানের ইঞ্জিনের হাইড্রোলিক পাওয়ার বিকল হয়ে যাওয়ায় বড় সমস্যা পড়ে। ওসলো থেকে আমস্টারডামগামী এই বিমানটি এরপর সান্দেজোর্দ বিমানবন্দরে জরুরী অবতরণ করা হয়। এই বিমানবন্দরটি নরওয়ের ওসলো থেকে ১১০ কিলোমিটার দূরে। বিমানটিতে ১৮২ জন যাত্রী ছিলেন। ভাগ্যক্রমে কেউ আহত হননি।