Donald Trump (Photo Credits: ANI)

Donald Trump: একের পর এক বিস্ফোরক সিদ্ধান্তে দুনিয়াকে নাড়িয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে ভারত, ব্রাজিলের মত দেশ এখন ট্রাম্পের সরাসরি নিশানায় পড়েছে। যে দেশেদের প্রেসিডেন্ট ট্রাম্প সহ্য করতে পারছেন না, তাদের দেশের পণ্যের ওপরেই মোটা শুল্ক চাপিয়ে চাপে রাখছেন। এরই মধ্যে আবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন।

গ্রেফতারি পরোয়ানার পর এবার মাথার দাম

মাদুরোর সঙ্গে মার্কিন প্রশাসনের সাপে নেউলে সম্পর্কটা জো বাইডেনের আমল থেকেই চলছে, ট্রাম্প এসে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কটা একেবারে তলানিতে নিয়ে গেলেন। প্রেসিডেন্ট মাদুরো-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর এবার মাথার দাম ধার্য করল মার্কিন সরকার।

দেখুন খবরটি

ধরে আনলেই ৪৩৮ কোটি টাকার মালিক

আমেরিকায় ড্রাগ পাচারের পাশাপাশি ট্রাম্পের অভিযোগ মাদুরো ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপ্রধান করছেন। তিনি বিরোধীদের কণ্ঠস্বর রোধ করছেন, ভেনেজুয়েলায় গণতন্ত্রকে হত্য়া করছেন এই অভিযোগ দক্ষিণ আমেরিকার এই দেশের প্রেসিডেন্ট মাদুরোকে জীবীত বা মৃত অবস্থায় আমেরিকায় নিয়ে আসতে পারলে ৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ পুরস্কার দেবে ট্রাম্প প্রশাসন। তার মানে যিনি এখন মাদুরকে ধরে ট্রাম্পের হাতে তুলে দেবেন, সেই ব্যক্তিকে ৪৩৮ কোটি ৭ লক্ষাধিক অর্থ পুরস্কার দেওয়া হবে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ভেনেজুয়েলায় মাদুরো স্বেচ্ছাচারী সরকার চালাচ্ছেন, বিরোধী দলনেতাকে দেশ ছাড়তে বাধ্য করিয়েছেন। মাদুরোর অভিযোগ, ট্রাম্প তাদের দেশে তেলের অধিকার চান। যা তিনি কোনওভাবেই দেবেন না।