ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ চিনের (China) মাটিতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়(Typhoon Wipah) ঝড়ো হাওয়ার দাপটে নাজেহাল স্থানীয় মানুষ হাওয়ার জেরে কার্যত উড়ে যাওয়ার মতো অবস্থা কারও কারও তীব্র হাওয়ায় নিজেকে বাঁচাতে হামাগুড়ি দিয়ে নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিল মানুষজন চিনের ঘূর্ণিঝড়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উদ্বেগ প্রকাশ করছেন নেটিজেনরা

চিনে ঘূর্ণিঝড়ের দাপট, ভাইরাল ভিডিয়ো

ভোলকাহোলিক’নামক একটি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া এক্সে হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়ায় রাস্তায় এদিক-ওদিক ছুটোছুটি করছেন মানুষজন হাওয়ার দাপট এতটাই যে এক জায়গায় দাঁড়িয়ে থাকা কার্যত কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রাণে বাঁচতে হামাগুড়িও দিতে দেখা গিয়েছে কয়েকজনকে আবার হাঁটতে গিয়ে মুখ থুবড়ে পড়ে যাচ্ছেন কেউ কেউ, সেই ছবিও ধরা পড়েছে কেউ আবার ঠিকমতো হাটতেও পারছেন না সব মিলিয়ে চরম সমস্যার শিকার মানুষজন বিদেশি সংবাদমাধ্যম সূত্রে খবর, গত কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় 'উইপা'-এর আগাম সতর্কতা জারি করেছিল সে দেশের আবহাওয়া দফতর আগাম সতর্কতা হিসেবে লক্ষ ৭০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় এই ঘূর্ণিঝড়ের জেরে এখনও পর্যন্ত ২৬ জন আহত হয়েছে বলে খবর

হাওয়ার দাপটে উড়ে যাওয়ার জোগাড়, চিনে ঘূর্ণিঝড় আতঙ্ক, ভাইরাল ভিডিয়ো