Typhoon Kajiki: শক্তি বাড়াচ্ছে টাইফুন কাজিকি। ভিয়েতনামে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। কাজিকি যে কোনও মুহূর্তে সব ছারখার করে দিতে পারে। ফলে ভিয়েতনামে জরুরি ভিত্তিতে নাগরিকদের সরানোর কাজ শুরু হয়েছে। বিশেষ করে ভিয়েতনামের উপকূলবর্তী এবাকা থেকে প্রত্যেককে সরানোর কাজ শুরু হয়েছে বলে খবর।
রিপোর্টে প্রকাশ, ভিয়েতনামের (Vietnam) সেন্ট্রাল অর্থাৎ মধ্য উপকূলবর্তী এলাকা থেকে ৫ লক্ষ ৮৬ হাজার মানুষকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। যার মধ্যে তান হোয়া, কুয়াং ত্রি, হুয়ে, ডা নাংয়ের মত একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল রয়েছে।
টাইফুন কাজিকি (Typhoon Kajiki) যে কোনও মুহূর্তে ভয়াবহ রূপ ধারণ করতে পারে। ফলে ভিয়েতনামের প্রায় সব বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও নৌকা যাতে সমুদ্রে না নামে, সে বিষয়েও জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।
জানা যাচ্ছে, ঘণ্টায় ১৬৬ কিলোমিটার গতিবেগে এই কাজিকি বয়ে যেতে পারে। তবে সমুদ্র থেকে উপকূলে নামতেই এই টাইফুনের গতিবেগ হতে পারে ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। যা কার্যত ছারখার করে দিতে পারে সমস্ত এলাকা। ফলে জোর কদমে শুরু করা হয়েছে মানুষকে নিরাপদ জায়গায় সরানোর কাজ।
দেখুন কীভাবে ফুঁসছে কাজিকি...
TYPHOON #KAJIKI ALERT: EMERGENCY IN VIETNAM
Vietnam has ordered the evacuation of over 586,000 people from its central coast, including Thanh Hoa, Quảng Trị, Huế, and Đà Nẵng.
Airports in Thanh Hoa and Quảng Bình are closed; schools shut; boats banned from going to… pic.twitter.com/7oZrN87bhd
— Sarcasm Scoop (@sarcasm_scoop) August 25, 2025
ভিয়েতনামের পাশাপাশি চিনেও (China) জারি করা হয়েছে সতর্কতা। চিনের হাইনান দ্বীপ, সানিয়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ফাঁকা করা হয়েছে বন্দর। কেউ যাতে সমুদ্রে না যান, তার জন্য বার বার আবেদন জানানো হচ্ছে প্রশাসনের তরফে।
টাইফুন কাজিকির প্রভাবে ভয়াবহ বন্যা, ধস নামতে পারে যে কোনও সময়। এমন সতর্কতাও প্রশাসনের তরফে জারি করা হয়েছে।
দেখুন টাইফুন কাজিকি কীভাবে লণ্ডভণ্ড করে চলছে গোটা হাইনান দ্বীপ...
Typhoon Kajiki downed trees and disrupted power in China’s Hainan Island, as strong winds and heavy rain swept through the southern province, state broadcaster CCTV reported https://t.co/6zkGHLboKW pic.twitter.com/oHSdwo5pnw
— Reuters (@Reuters) August 25, 2025