শক্তিশালী টাইফুন হিন্নামনরের আতঙ্ক দক্ষিণ কোরিয়া জুড়ে। দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে সোমাবর থাবা বাসতে চলেছে হিন্নামনর। ফলে দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ জুড়ে তৎপর প্রশাসন। হিন্নামনর আছড়ে পড়লে, তার কবল থেকে যাতে মানুষকে রক্ষা করা যায়,তার জন্য প্রসাসনের তরফে সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে।
The Fujiwhara Effect: Super Typhoon #Hinnamnor devours Tropical Depression Gardo #台風11号 pic.twitter.com/c3LNk1njqO
— Zoom Earth (@zoom_earth) September 2, 2022
হিন্নামনরের প্রভাবে দক্ষিণ কোরিয়া জুড়ে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। ফলে দক্ষিণ কোরিয়ার স্কুল, কলেজ, অফিস সব বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
South Korea closes schools and halts flights as Typhoon Hinnamnor nears https://t.co/wcKTTj5MZB pic.twitter.com/uz9gnqo9ZP
— Al Jazeera English (@AJEnglish) September 5, 2022
হিন্নামনরের প্রভাবে ইতিমধ্যেই উত্তাল হতে শুরু করেছে দক্ষিণ কোরিয়ার সমুদ্রগুলি। ফলে সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখানকার মানুষকে।
S. Korea braces for super Typhoon Hinnamnor as it approaches southern Jeju island causing heavy rainfall#Hinnamnor #Typhoon #SouthKorea pic.twitter.com/zcHANri7DC
— Arirang News (@arirangtvnews) September 5, 2022