Delta Air Plane (Photo Credit: X/Screengrab)

Two Planes Collide: ফের দুর্ঘটনা বিমানে (Two Planes Collide)। এবার টারম্যাকে নামতে গিয়ে ডেল্টা বিমানের (Delta Air) দুই উড়ানের মধ্যে সংঘর্ষ হয়। যার জেরে ভয়াবহ দুর্ঘটনা হয়ে যায়। ডেল্টা বিমানের যে দুই উড়ানের মধ্যে সংঘর্ষ হয় টারম্যাকে নামার সময়, তার জেরে একটি বিমানের ডানা প্রায় সম্পূর্ণ ভেঙে গিয়েছে। অন্যটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ।

টারম্যাকে দুই বিমানের সংঘর্ষের জেরে ঠিক কতজন আহত হয়েছেন বা কারও প্রাণ গিয়েছে কি না, সে বিষয়ে এখনও সম্পূর্ণ তথ্য মেলেনি। তবে দুটি বিমানের যে ক্ষতি হয়, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

নিউ ইয়র্কের লা গুয়ারডিয়া বিমানবন্দরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

দেখুন সেই ভিডিয়ো যেখানে দুটি বিপরীত দিকে থাকা বিমানের মধ্যে সংঘর্ষ হয়...

 

যে সময় ডেল্টার ওই বিমান দুটির সংঘর্ষ হয়, সেই মুহূর্তের ভিডিয়ো নিয়ে তোলপাড় শুরু হয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, যে সময় ডেল্টা উড়ানের একটি বিমান টারম্যাকে নামে, সেই সময় অন্য আরও একটি বিমান নামতে শুরু করে সেখানে। তবে অপরদিক থেকে। বিপরীত দিকে থাকা ওই বিমানে ধাক্কা দেয় দ্বিতীয় উড়ানটি। যার জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়।