সংযুক্ত আরব আমিরশাহীতে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের শাস্তি মূলক ব্যবস্থা এড়িয়ে সেদেশ ছাড়ার অথবা থেকে যাওয়ার ব্যবস্থা স্বাভাবিক করার জন্য বিশেষ সুযোগ দিতে সে দেশের কর্তৃপক্ষ দু'মাসের ভিসা মার্জনা বিষয়ক কর্মসূচি (Two Month Visa Amnesty Program) আজ (১ সেপ্টেম্বর,২০২৪) চালু করেছে। এই কর্মসূচী চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।
পর্যটক এবং বসবাস করার ভিসা সহ যেকোনো ধরনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এই কর্মসূচির আওতায় তারা,হয় সে দেশে থেকে যাওয়ার এবং কাজ করার জন্য তাদের সাময়িক প্রয়োজনীয় পরিবর্তন করাতে অথবা জরিমানা ছাড়া সে দেশ ছাড়তে বা পুনরায় সে দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এড়াতে পারবেন।এই ব্যবস্থা সেই সব ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য হবে যারা সংযুক্ত আরব আমিরশাহীতে জন্মেছেন কিন্তু সে বিষয়ে সরকারি নথিপত্র নেই। তবে যেসব ব্যক্তি বেআইনিভাবে সে দেশে প্রবেশ করেছেন সরকারি এই মার্জনা কর্মসূচির সুবিধা তারা পাবেননা।
#UAE has launched two-month #visa amnesty program, offering a crucial opportunity for individuals residing illegally in the country to regularise their status or depart without penalties. The program will run until October 30.
— All India Radio News (@airnewsalerts) September 1, 2024