কলম্বো, ৯ মে: বড় চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাক্ষে। আজ, সোমবার শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে ওঠে। শ্রীলঙ্কার দুই সাংসদ তথা প্রাক্তন মন্ত্রীদের বাড়িতে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। পাশাপাশি আরও এক প্রাক্তন মন্ত্রীকে সরাসরি আক্রমণ করা হয়।
দেখুন ভিডিও
Sri Lanka MP, Former Minister's Houses Set On Fire By Protesters. pic.twitter.com/u2QB530IU4
— Sanjay Jha (@JhaSanjay07) May 9, 2022
দেশজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভে এখনও পর্যন্ত ১৩৯জন আন্দোলনকারী গুরুতর আহত হন। এবং মারা যান দু'জন। তবে এইসব হল সরকারী তথ্য। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে আজ অন্তত ৩০০জন মানুষ গুরুতর আহত হয়েছেন। রাজধানী কলম্বোতে কার্ফু জারি করা হয়েছে। চরম অচলাবস্থা শ্রীলঙ্কা জুড়ে। আরও পড়ুন: করোনার নয়া থাবায় চিনের রফতানি ক্ষেত্রের বৃদ্ধিতে বড় ধাক্কা
দেখুন টুইট
#BREAKING Two killed, 139 wounded in Sri Lanka clashes: officials pic.twitter.com/RRlOu2fc9L
— AFP News Agency (@AFP) May 9, 2022
প্রায় মাস দুয়েক ধরে শ্রীলঙ্কায় আর্থিক সংকট চলছে। ঋণের ভারে জর্জরিত সরকার দেশবাসীর দুঃ সময়ে কিছুই করতে পারছে না। এমন পরিস্থিতিতে প্রথমে মাটি কামড়ে পড়ে থেকে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলেন মাহিন্দা রাজাপক্ষে। শেষমেশ তাঁকে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতেই হল।