দিল্লি, ৭ অক্টোবর: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের করাচি। এবার করাচি বিমানবন্দর বিস্ফোরণে কেঁপে উঠতেই পরপর ১৭ জনের মৃত্যু হয়। করাচি বিমানবন্দরে বিস্ফোরণের জেরে যে ১৭ জনের মৃত্যু হয়, তার মধ্যে ২ জন চিনের নাগরিক বলে খবর। করাচি বিমানবন্দরে বিস্ফোরণের জেরে পরপর মৃত্যুর পাশাপাশি ৮ জনের আহত হওয়ারও খবর মিলছে। করাচি বিমানবন্দরে বিস্ফোরণের পর একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। যেখানে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উড়তে দেখা যায়। বিস্ফোরণের পরপরই গোটা এলাকা ঘিরে ফেলে পাকিস্তানি সেনা বাহিনী।
আরও পড়ুন: Explosion In Karachi: করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩, আহত ১৭
দেখুন করাচি বিস্ফোরণের ভয়াবহ ভিডিয়ো...
A convoy, travelling under high security, has been targeted in Karachi’s blast. Police Sources. pic.twitter.com/qbEvkNJtnw
— The Balochistan Post - English (@TBPEnglish) October 6, 2024
বিমানবন্দরের কর্মী রাহাত হুসেন জানান, যে ভয়াবহ বিস্ফোরণ করাচিতে হয়, তা অত্যন্ত ভয়াবহ ছিল। যার জেরে গোটা বিমানবন্দর থরথর করে কেঁপে উঠতে শুরু করে। বিদেশিদের হত্যা করতেই করাচি বিমানবন্দরে বিস্ফোরণ ঘটানো হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়।
দেখুন বিস্ফোরণের পর কীভাবে আতঙ্কে ভুগতে শুরু করেন সাধারণ মানুষ...
Karachi Blast : Water can not extinguish oil based fires. Video evidence shows that only water was used.
Firefighters use foam, specifically the Aqueous Film Forming Foam (AFFF), to suppress oil fires. pic.twitter.com/bc3xQHBVD3
— Fawad Rehman (@fawadrehman) October 6, 2024
করাচি বিমানবন্দরে বিস্ফোরণের পর বালোচ লিবারেশন আর্মির তরফে হামলার দায় স্বীকার করা হয়। করাচি বিমানবন্দরে যে চিনা ইঞ্জিনিয়র ছিলেন, তাঁদের নিশানা করেই বালোচ লিবারেশন আর্মি ওই হামলা চালায় বলে রিপোর্টে প্রকাশ। পাকিস্তানে চিনের যে দূতাবাস রয়েছে, তাদের তরফে বিবৃতি প্রকাশ করা হয় দুর্ঘটনার পর। পাক কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা এ বিষয়ে একযোগে তদন্ত করছেন বলে জানানো হয়।