Turkish President Recep Tayyip Erdogan. (Photo Credits: Twitter)

আঙ্কারা, ২৪ এপ্রিল: ধ্বংস উপত্যকায় যেন যখের ধনের হদিশ! প্রকৃতির দেওয়া যখের ধন। ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া তুরস্কে মিলল বড় প্রাকৃতিক সম্পদের হদিশ। যে প্রাকৃতিক সম্পদ তুরস্ককে ঘুরে দাঁড়াবে। দেশের দক্ষিণ পূর্বাংশে সিরনাক প্রদেশে গাবার পাহাড়ে মিলেছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের হদিশ। মজুত থাকা এই বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের বর্তমান বাজার মূল্য ১ বিলিয়ন মার্কিন ডলার।

তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এর্দোয়ান এমন কথাই জানালেন। দুনিয়া জুড়ে এখন প্রাকৃতিক গ্যাস ব্যবহারের প্রবণতা বাড়ছে। এমন অবস্থায় এত বড় একটা প্রাকৃতিক গ্যাসের উতসের সন্ধান পেয়ে তুরস্ক ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। আরও পড়ুন-নিউজিল্যান্ডের কারমাডেকে ভূমিকম্প, তীব্রতার পরিমান ৭.২

দেখুন টুইট

ক দিন আগেই একের পর এক জোরালো ভূমিকম্পে কেঁপে ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল তুরস্কের একাংশ। তুরস্ক মানেই হয়ে উঠেছিল ধ্বংসের ছবি। সেখানেই এবার স্বপ্ন প্রাকৃতিক গ্যাস নিয়ে।