Turkish Hotel Fire (Photo Credit: X)

দিল্লি, ২১ জানুয়ারি: ভয়াবহ আগুন তুরস্কের (Turkey) একটি রিসর্টে। পর্যটক ভর্তি ওই রিসর্টে আগুন (Fire) লাগতেই তা হু হু করে ছড়িয়ে পড়ে। ফলে জ্ব্যান্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় পরপর ১০ জনের। আহত ৩০ জনের বেশি। তুরস্কের স্কি রিসর্টে হঠাৎ করেই আগুন লেগে যায়। ফলে হু হু করে গোটা রিসর্ট জ্বলতে শুরু করে। রিসর্টে আগুন লাগতেই পরপর ১০ জন পুরো জ্বলে যান। আগুনের গ্রাসে স্তব্ধ হয়ে যায় একের পর এক প্রাণ।

রিপোর্টে প্রকাশ, তুরস্কের স্কি রিসর্টটি ছিল কাঠে তৈরি। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। আগুন লাগতেই রিসর্টে থাকা ২৩৪ জন চিৎকার শুরু করেন। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। তবে ১০ জনকে কোনওভাবে বাঁচানো যায়নি। আগুন ঝলসে মৃত্যু হয় ওই রিসর্টে থাকা ১০ জনের।

দেখুন কীভাবে  হু হু করে জ্বলছে গোটা রিসর্ট...

 

একের পর এক মৃত্যুর খবর আসতে শুরু করে...

 

কী কারণে হঠাৎ করে তুরস্কের ওই রিসর্টে আগুন লেগে যায়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।