
দিল্লি, ১৫ মে: আবার ভূমিকম্পে (Turkey Earthquake) কেঁপে উঠল তুর্কী। বৃহস্পতিবার বিকেলে ৫.১ মাত্রার ভূমিকম্পে তুর্কী কেঁপে ওঠে। রিপোর্টে প্রকাশ, আজ বিকেলে (৩.৩৬ মিনিট স্থানীয় সময়) ৫.১ মাত্রার কম্পনে নড়ে ওঠে তুর্কী। তুর্কীর রাজধানী আঙ্কারায় সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়। ফলে হু হু করে কাঁপতে শুরু করে আঙ্কারা (Ankara)। ইরানের মেহর নিউজ় এজেন্সির তরফে সর্বপ্রথম এই খবর প্রকাশ করা হয়। তবে যে ৫.১ মাত্রার কম্পনে তুর্কী কাঁপতে শুরু করে, তার জেরে এই মুহূর্তে কোনও প্রাণহানির খবর মেলেনি। তবে কম্পনের পর সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে।
আরও পড়ুন: Earthquake: প্রবল ঝটকার ভূমিকম্পে কাঁপল গোটা দেশ, ৬.১ মাত্রার কম্পনে জারি সুনামি সতর্কতা
দেখুন তুর্কীতে কম্পনের ভিডিয়ো...
God is real - Earthquake in Turkey pic.twitter.com/HzhN5nGCGN
— desi sigma (@desisigma) May 15, 2025
একের পর এক ভিডিয়ো উঠে আসতে শুরু করে...
CCTV footage of 5.2 Earthquake felt in Konya, Turkey pic.twitter.com/w4QIiYFnVu
— Disasters Daily (@DisastersAndI) May 15, 2025
বুধবার গ্রিসের কাছে ফ্রাইতে ভূমিকম্প অনুভূত হয়। ফ্রাই কেঁপে ওঠে ৬.১ মাত্রার কম্পনে। গ্রিসে ৬.১ মাত্রার কম্পনের প্রভাব ইজিপ্টেও পড়ে। ফলে ইজিপ্টের রাজধানী কায়রো কাঁপতে শুরু করে।
গ্রিসে ৬.১ মাত্রার কম্পনের পর এবার ৫.১ মাত্রার ভূমিকম্পে তুরস্ক কাঁপতে শুরু করে।