DonaldTrump, ElonMusk, Mohammed bin Salman . (Photo Credits: X)

তিন দিনের মধ্যপ্রাচ্য সফর শুরু হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donld Trump)। দ্বিতীয়বার মার্কিন সিংহাসনে বসার পর এই প্রথম বড় কুটনৈতিক বিদেশ সফরে গেলেন ট্রাম্প। মঙ্গলবার দুপুরে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমান বন্দরে নামেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। রীতি ভেঙে ট্রাম্পকে স্বাগত জানাতে শুধু বিমানবন্দরে নয়, একেবারে বিমানের সিঁড়ির মুখে দাঁড়িয়ে থাকলেন সৌদি আরবের প্রিন্স মহম্মদ বিন সলমন।

সৌদির রাজা বুঝিয়ে দিলেন ট্রাম্পকে কাছে পেতে তারা মরিয়া। ট্রাম্পের সঙ্গে সৌদি আরবে গিয়েছেন তাঁর ঘনিষ্ঠ সঙ্গী ইলন মাস্ক। সৌদি রাজপ্রাসাদে ট্রাম্প-মাস্কের সঙ্গে বৈঠক করতে দেখা গেল প্রিন্স মহম্মদ বিন সলমন সহ রাজপরিবারের সদ্যদের। সূত্রের খবর, সৌদির সঙ্গে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যিক চুক্তি সারতে পারেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে সৌদির ঢালাও বিনিয়োগ, দুই দেশের কমন শত্রু ইরানকে কোণঠাসা করার কৌশল, মধ্যপ্রাচ্য শান্তি ফিরিয়ে আনা প্রযুক্তিগত কৌশল বিনিময় নিয়েও সৌদির প্রিন্সের সঙ্গে আলোচনা করতে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সৌদি আরবে এলেন ট্রাম্প

ট্রাম্পের সঙ্গে সৌদিতে এসেছেন ধনকুবের শিল্পপতি বন্ধু ইলন মাস্কও

সৌদি আরবের পর কাতার ও সংযুক্ত আরবআমিরশাহিতে যাবেন ট্রাম্প। দোহায় কাতারের রাজপ্রাসাদে গেলে ট্রাম্পকে একটি রেকর্ড ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের বিলাসবহুল বোয়িং বিমান উপহার দেবে সেখানকার রাজ পরিবার।