Donald Trump (Photo Credits: Facebook)

iPhone Trump Tariff: অ্যাপলকে ফের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পের শুল্কের (ট্যারিফ) ঝক্কি এড়াতে ভারতে আরও বেশী করে ফোন প্রস্তুতের সিদ্ধান্ত নেয় অ্যাপেল। কিন্তু এবার ভারতে প্রস্তুত হওয়া আইফোনের ফোনের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের হুমকি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প এদিন এই ইস্যুতে এক সোশ্য়াল মিডিয়া পোস্টে লেখেন, " আমি অ্যাপেলের টিম কুককে আগেই বলেছিলাম, আমি আশা করব আইফোন আমেরিকাতে বিক্রি হবে, আমেরিকা তৈরি হবে, এখানেই উতপাদন হবে, ভারতে বা অন্য কোথাও নয়। কিন্তু যদি সেটা না হয়, তা হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে অ্যাপেলকে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ।"

ভারতে আইফোন তৈরি হলেই অ্যাপলকে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে

তার মানে আমেরিকায় তৈরি হওয়া অ্যাপেল ফোনের চেয়ে ট্রাম্পের শুল্ক আরোপের ফলে ভারতে তৈরি হওয়া অ্যাপেলের আইফোনের ফোনের দাম ১০০ টাকায় ২৫ টাকা বেশী হবে। এই হুমকিতেই ভারতে অ্যাপেল ফোনের উতপাদন বন্ধ করে, পুরোপুরি আমেরিকায় নিয়ে যেতে চান ট্রাম্প।

২৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

ভারতে আইফোন প্রস্তুতের কারখানা তৈরি করতে অ্যাপেলকে বারণ করেছিলেন ট্রাম্প

এর আগে ভারতে যেন আইফোনের কারখানা না করা হয় সেই বিষয়ে অ্যাপল প্রধান টিম কুককে সরাসরি হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ভারতের মাটিতে যেন অ্যাপেল কোম্পানি তাদের আইফোনের কারখানা তৈরি না করে। তবে ট্রাম্পের হুমকি উপেক্ষা করে অ্যাপলের ভারতে বিনিয়োগের পরিকল্পনা আগের মত বজায় রয়েছে এবং কোম্পানি ভারতে তাদের পণ্যের জন্য একটি প্রধান উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রস্তাব করেছে। ভারত-ভিত্তিক আইফোন উত্পাদন বন্ধ করার জন্য অ্যাপলকে চাপ দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের যুক্ত হল, অ্যাপেলের ফোনের পুরো প্রোডাকশনটাই করতে হবে আমেরিকায়, আর সেটা না হয়ে যদি ভারতে হয় তাহলে টিম কুকের কোম্পানিকে গুণতে হবে ২৫ শতাংশ শুল্ক। ট্রাম্পের নয়া শুল্ক 'ব্ল্যাকমেলিং'-য়ের পর অ্যাপেল কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।

যদিও সেটা অ্যাপেলের পক্ষে মোটেও ভাল হবে না। দ্বিতীয়বার মার্কিন সিংহাসনে ফিরে এর আগেও ট্রাম্প সরাসরি অ্যাপেলকে ট্যারিফ বা শুল্কের হুমকি দিয়েছিলেন। ঠিক যেভাবে কানডা, মেক্সিকো, ইউরোপ, চিন, ভারত সহ গোটা বিশ্বের সব দেশের ওপর শুল্ক চাপিয়ে নিজের দেশে বিনিয়োগ বাড়াতে চাইছেন ট্রাম্প। যদিও ট্রাম্পের শুল্ক নীতি এখনও পুরোপুরি ব্যর্থই হয়েছে বলা চলে। চিনের ওপর ১৩০ শতাংশ শুল্প চাপিয়ে শেষ অবধি নিজের দেশের অর্থনীতিতে বড় প্রভাব পড়ায়, ট্রাম্প পিছু হটেন। আমেরিকার চেয়ে কম শুল্ক, কম শ্রমিক মজুরি আর কম উতপাদন খরচে ভারত থেকে ফোন তৈরি করর লক্ষ্যেই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে নতুন বড় কারখানা তৈরি করতে উদ্যোগী অ্যাপেল। যুদ্ধবিরতি ইস্যুতে ভারত-পাকিস্তানকে এক সারিতে বসিয়ে বিতর্কের পর ট্রাম্প আরও একবার আম ভারতীয়দের ক্ষোভের মুখে পড়লেন।