
Trump Tower: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ তিনি দেশ নয়, ক্ষমতায় বসে নিজের আখের গুছিয়ে নিচ্ছেন। ট্রাম্প অবশ্য এই অভিযোগ উড়িয়ে দেন। এসব অভিযোগের বাইরে প্রেসিডেন্ট ট্রাম্প যখন শুল্ক নীতি থেকে হাভার্ডে বিদেশী ছাত্রদের বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছেন, তখন ব্যবসায়ী ট্রাম্প কিন্তু নিজেকে নিজের মত করে গুছিয়ে নিচ্ছেন। সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে গিয়ে কাতারের রাজপরিবারের কাছ থেকে রেকর্ড অর্থের বিমান উপহার নেওয়ার পর ট্রাম্প এবার ভিয়েতনামে নজর দিয়েছেন।
ট্রাম্প টাওয়ারের পাশেই হবে ১৫০ কোটির গল্ফ কোর্স
যে ভিয়েতনামে একতরফা যুদ্ধ করে গোটা বিশ্বে বন্দিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই দেশেই এবার ডোনাল্ড ট্রাম্প পুত্র এরিক ট্রাম্প তৈরি করেছেন 'ট্রাম্প টাওয়ার'। ভিয়েতনামের হো চি মিন সিটি ( এরিক ট্রাম্প)-তে ১০০ কোটি ডলার খরচ করে ৬০ তলার গগণচুম্বি ট্রাম্প টাওয়ার তৈরির সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। এই টাওয়ারের পাশেই ১৫০ কোটি টাকার বিলাসবহুল গল্ফ রিসোর্টও তৈরি হবে। ট্রাম্প টাওয়ার, গল্ফ রিসোর্ট তৈরির অনেকটা খরচই দেবে ভিয়েতনামের ব্যবসায়ীরা। এই টাওয়ারকে কেন্দ্র করে আমেরিকা ও ইউরোপের বহুজাতিক সংস্থাগুলি সেখানে রেকর্ড পরিমাণ বিনিয়োগ করবেন বলে ট্রাম্প পুত্র ভিয়েতনামকে ঘুরিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশ।
১৯৮৩ সালে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ছবি তুলছেন ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট পুত্র এরিক ট্রাম্প গত সপ্তাহে হোচি মিন সিটি-তে গিয়ে ট্রাম্প টাওয়ার তৈরির জায়গায় পরিদর্শন করে এসেছেন। সব ঠিক থাকলে ভিয়েতনামে আগামী বছরের শুরুতেই শুরু হয়ে যাবে ৬০ তলার 'ট্রাম্প টাওয়ার'। সেখানে হবে অফিস, আবাসন, হোটেল। ভিয়েতনামের পণ্যের ওপর ৪৬ শতাংশ শুল্ক চাপিয়ে তাদের চাপে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার সেখানে ট্রাম্প টাওয়ার তৈরির অনুমতি দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে চায় ভিয়েতনামের সরকার।