বিগত কয়েকদিন ধরেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর সেই হুঙ্কার আরও কয়েকগুন বেড়ে গেল যখন ডালাসে এক ভারতীয়কে খুন করে গলা কেটে মুন্ডু লাথি মেরে ফেলে দেয় কিউবার এর অভিবাসী নাগরিক। যদিও ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন ট্রাম্প। তিনি ভিনদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে সোমবার আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোসার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাশ আলগা করছে বলে অভিযোগ করছেন ট্রাম্প।
বোসারকে আক্রমণ ট্রাম্পের
এদি ট্রুথ সোশালে ট্রাম্প বলেন, “আমার নেতৃত্বে ফেডারেল সরকার রাজধানী থেকে অপরাধ অনেকটাই দমন করতে পেরেছিল। এর ফলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ডিসি যুক্তরাষ্ট্র তো বটেই এমনকী বিশ্বের বিপজ্জনক শহর থেকে নিরাপদ শহরে পরিণত হয়েছিল। নিরাপদ শহর হওয়ার কারণে এখানে রেস্তোরাঁ, দোকানপাট, ব্যাবসা-বানিজ্য ফুলে ফেঁপে উঠেছিল। মানুষ নিরাপদে রাস্তায় বেরোচ্ছিল। কিন্তু মুরিয়েল বোসার তা পারছেন না”।
কেন জরুরি অবস্থা জারি হবে?
ট্রাম্প আরও বলেন, “বোসার ব়্যাডিকাল লেফট ডেমোক্র্যাটদের চাপে পড়ে মেট্রোপলিটন পুলিশ বিভাগকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সহযোগিতা না করার নির্দেশ দিয়েছে। আর সেই কারণে শহরে বাড়ছে অপরাধমূলক ঘটনা। প্রয়োজনে আমি ডিসিতে জরুরি অবস্থা জারি করব, যাতে ফেডারেল নিয়ন্ত্রণ আমার হাতে থাকে”।