Donald Trump (Photo Credit: X)

নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) বিশ্বব্যাপী পণ্যের উপর দ্বিগুণ শুল্ক (Tariff) আরোপের কথা ঘোষণা করেছেন। আগামী ৯ এপ্রিল থেকে নতুন শুল্ক কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। তার আগেই সোমবার বিশ্বজুড়ে শেয়ারবাজারে শেয়ার বাজারে ধস নেমেছে। বিনিয়োগকারীদের অর্থনীতি সম্পর্কে ক্রমশ হতাশাজনক করে তুলেছে। আমেরিকার নতুন শুল্ক ঘোষণায় বিশ্বজুড়ে অস্থিরতা শুরু হয়েছে। সমালোচনায় মুখর গোটা বিশ্ব। ট্রাম্পের শুল্কনীতির প্রভাব আমেরিকার বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

ট্রাম্পের বিরুদ্ধে পথে নেমেছেন আমেরিকানরাই

শুল্ক আরোপের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি চাই না যে কোনও কিছুর পতন হোক। তবে, কখনও কখনও, পরিস্থিতি ঠিক করার জন্য আপনাকে ওষুধ খেতে হবে।’

ডোনাল্ড ট্রাম্প যা বললেন-

যুক্তরাষ্ট্র বিশ্বের যেসব দেশ থেকে নিয়মিত পণ্য কিনে থাকে, সেসব দেশের প্রায় সবাই দেশটিতে রপ্তানি করা পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। পাল্টা শুল্ক আরপের জেরে আমেরিকার বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে, যদিও হোয়াইট হাউস এসব সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে। সূত্রে খবর, আগামী বুধবার দেশের রফতানি সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসতে পারেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল।