প্রায় ২ বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে ইজরায়েল ও হামাসের। একদিকে যেমন গাজায় শিশু, মহিলা নির্বিশেষে অসংখ্য প্যালেস্তাইন নাগরিকদের হত্যার নিন্দায় সরব হয়েছে অনেকে। তেমনই হামাসের হাতে বন্দিদের ছেড়ে দেওয়ার দাবি আরও জোড়ালো করছে এক পক্ষের মানুষজন। শুক্রবার নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান ইজরায়েলি নাগরিকরা। যদিও এই জন সমাবেশের মধ্যে ইজরায়েলি নাগরিক ছাড়াও সাধারণ মানুষও ছিলেন, যাঁরা এই বন্দিদের নিঃশর্তভাবে ছেড়ে দেওয়ার সমর্থন করছেন। অন্যদিকে, এবার এই যুদ্ধও থামানোর পক্ষে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

হামাসের ওপর শর্ত চাপালেন ট্রাম্প

তাঁর মতে, “হামাসের সঙ্গে চুক্তি হচ্ছে। বন্দি ইজরায়েলি নাগরিকদের আগে ফিরিয়ে দিতে হবে। তারপরেই যুদ্ধ বন্ধ হবে”। প্রসঙ্গত, ইজরায়েল হামাসের জঙ্গিরা বছর দুয়েক আগে যখন হামলা চালিয়েছিল, তাতে ১২১৯ জন ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছিল। আহতদের মধ্যে ৪৯ জনকে বন্দি বানিয়ে গাজায় নিয়ে যায় হামাসের জঙ্গিরা। তারপর থেকেই যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। হামাসের চিহ্ন মুছে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে বেঞ্জামিন নেতানিয়াহু।

দেখুন ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য

যুদ্ধের বিরতি চান ইজরায়েলি নাগরিকরাও

এদিন রাষ্ট্রসঙ্ঘের সামনে বিক্ষোভ দেখানোর সময় এক ইজরায়েলি নাগরিক বলেন, “গোটা বিশ্বের এখনও অধিকাংশ মানুষ আসল সত্যটি জানতেই পারছে না। ৮০ শতাংশ ইজরায়েলি চায় যে এই যুদ্ধ বন্ধ হোক। তবে অব্শ্যই বন্দিদের ছাড়তে হবে এবং ইজরায়েলি সৈন্যদেরও ছাড়তে হবে। হামাসের জঙ্গিরা তাঁদের কোন কারণে আটকে রেথেছে, এই উত্তরটা কী যাঁরা সমর্থন করছেন তাঁরা দিতে পারবেন? দুই বছর ধরে চলা এই যুদ্ধে সমাপ্তির জন্য বন্দিদের অবিলম্বে ছাড়তে হবে”।