নয়াদিল্লিঃ আমেরিকার(America) মসনদে বসতে না বসতেই ময়দানে নেমে পড়লেন ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। এ বার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের(Russian President Vladimir Putin) সঙ্গে ফোনে কথা বললেন তিনি, এমনটাই দাবি করা হয়েছে একটি মার্কিন সংবাদপত্র রিপোর্টে। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, ফ্লোরিডার(Florida) একটি রিসোর্টে বসে পুতিনের সঙ্গে কথা বলেন আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট। ফোনে পুতিনকে রাশিয়া-ইউক্রেন(Ukraine) যুদ্ধে ইতি ঘটানোর অনুরোধ জানান ট্রাম্প, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে ট্রাম্পকে জয়ের শুভেচ্ছা জানান পুতিন। আমেরিকা-রাশিয়ার সম্পর্ক এবং ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বিস্তর আলোচনা হয়। যুদ্ধের দ্রুত সমাধানের পক্ষে ট্রাম্প। তাই এই ব্যাপারে আরও আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবিলম্বে শেষ করার পক্ষে তিনি, নির্বাচনী প্রচারে এমনটাই জানিয়েছিলেন ট্রাম্প। এ বার ক্ষমতায় এসে সে পথেই হাঁটছেন তিনি। অন্যদিকে মার্কিন মসনদে বসার পর মোট ৭০ টি দেশের নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। এর মধ্যে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি যে যুদ্ধের বিপক্ষে তা ইউক্রেন প্রেসিডেন্টকে জানাতে ভোলেননি ট্রাম্প। শুধু তাই-ই নয় ।ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি।
মসনদে বসেই ময়দানে ট্রাম্প, ফোন করলেন পুতিনকে, কী কথা হল দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে?
STORY | Trump, Putin speak over phone, discuss ending war in Ukraine: Report
READ: https://t.co/1UbLKZDZuW pic.twitter.com/rAfutMewSf
— Press Trust of India (@PTI_News) November 11, 2024