Gaza War: রাফা (Rafah) থেকে বন্দুক ও রকেট লক্ষ্য করে গোলাবর্ষণের ঘটনা ঘটার পর আজ, রবিবার দক্ষিণ গাজার রাফা এলাকায় ইজরায়েলি সামরিক বাহিনী (IDF) ও হামাসের (Hamas) মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। রাফায় ইজরায়েলের সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায় হামাস, পাল্টা ইজরায়েলের বায়ুসেনা আকাশপথে গাজায় বিমান হামলা চালিয়েছে। ইজরায়েলের অভিযোগ, তাদের সেনার এক সদস্যকে অপহরণ করেছে হামাস। হামাস এখনও সেই দাবি উড়িয়ে দেয়নি। এই ইস্যুতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী কাত্ৎস এবং উচ্চপর্যায়ের আইডিএফ কর্মকর্তারা জরুরি মূল্যায়ন বৈঠকে বসেন।
হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইজরায়েলের
আইডিএফ দাবি করেছে, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আর সেই লঙ্ঘনের জবাবে বিমান ও মাটিতে হামলা চালানো হচ্ছে হামাসের জঙ্গিদের ওপর। গাজায় আটকে থাকা মানবিক চালান-প্রবেশ ও রাফা সীমান্ত খুলে দেওয়ার ইস্যু আবারও উত্তপ্ত রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে।
দেখুন খবরটি
Israel has resumed bombing in southern Gaza, breaking the ceasefire, after alleged violations by Hamas.
National Security Minister Itamar Ben-Gvir has called for a resumption of fighting in the Gaza Strip at “full strength.”
Follow: @AFpost pic.twitter.com/vC89Hwlwjz
— AF Post (@AFpost) October 19, 2025
ইজরায়েলের মন্ত্রীর দাবি, ফের গাজায় যুদ্ধ শুরু করতে হবে
এই ঘটনার পর ইজরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির (Itamar Ben-Gvir) বলেন, তিনি দেশের প্রধানমন্ত্রীর কাছে দাবি করবেন, যেন ফের গাজায় আক্রমণ শুরু করা হোক। সরকারকে গাজার উপর পুরোপুরিভাবে সামরিক অভিযান পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন এবং হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করার দাবি তুলেছেন ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রী। বেন গভির বলেছেন,"আমি প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই আইডিএফকে গাজার উপরে সর্বোচ্চ বল নিয়ে পূর্ণাঙ্গভাবে লড়াই আবার শুরু করার।
গত ৯ অক্টোবর ট্রাম্পের শান্তি চুক্তির প্রথম ধাপে ইজরায়েল ও হামাস সাক্ষর করেছিল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির প্রথম ধাপে ইজরায়েল এবং হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির প্রথম ধাপের স্বাক্ষর হয়েছিল গত ৯ অক্টোবর, ইজিপ্টে। এই চুক্তি অনুসারে হামাসের দখলে থাকা সব ইজরায়েলি পণবন্দিদের মুক্তি এবং ইজরায়েলের পক্ষ থেকে সব প্যালেস্টাইন বন্দিদের মুক্তির বিনিময় হয়।