ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প (ছবিঃ Wikimedia Commons FB)

সকলকে চমকে দিয়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। রাজনীতিবিদ থেকে জনগণ সকলেই জানেন দ্বিতীয়বার ট্রাম্পের মসনদে বসার পিছনে বড় হাত ছিল বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের (Elon Musk)। প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন ছাড়াও প্রচারপর্ব থেকে শুরু করে বিপুল অর্থ ঢেলেছিলেন তিনি। সেই বন্ধুত্বকে মান্যতা দিতে নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে জায়গা করে দেওয়া থেকে সকলের সামনে ধন্যবাদ জানানো, এমনকী শুধুমাত্র ইলন মাস্ককে কুর্সি দিতে নতুন প্রশাসনিক পদও তৈরি করে দিয়েছিলেন। কিন্তু সেই বন্ধুত্বেই এবার ভয়ঙ্কর ফাটল ধরেছে।

কী নিয়ে মতবিরোধঃ 

ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে এই বিরোধের মূলে আছে 'ওয়ান বিগ বিউটিফুল বিল' (One Big Beautiful Bill)। এই বিলের সরাসরি বিরোধ করেছিলেন ইলন মাস্ক।সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মাস্ক বলেন, এই বিল আমেরিকাকে দেউলিয়া করে দেবে। তিনি এক্স-এ তাঁর লক্ষ লক্ষ অনুগামীদের এই বিলের বিরোধিতা করার আবেদন জানান এবং 'কিল দ্য বিলের' আওয়াজ তোলার আহ্বান জানান।

এরপর মার্কিন সংবাদমাধ্যমকে ট্রাম্প (Trump) বলেন, 'দেখুন, ইলন ও আমার মধ্যে দারুণ সম্পর্ক ছিল। কিন্তু এখন জানি না এ ধরনের সম্পর্ক টিকবে কি না। ইলনকে নিয়ে আমি খুবই হতাশ।'

এর জবাবে টেসলার সিইও বলেন, 'আমি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন, ডেমোক্র্যাটরা হাউস দখল করতেন এবং সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পেতেন মাত্র ৫১-৪৯ ব্যবধানে।'

বিরোধ তীব্র করে এবার এক্স হ্যান্ডেলে সরাসরি বোমা ফেললেন ইলন মাস্ক। টেসলা কর্তার দাবি, জেফারি এপস্টেইন ফাইলে ডোনাল্ড ট্রাম্পের নাম আছে। সেই কারণে এই ফাইল জনগণের সামনে আনা হচ্ছে না। তাঁর এই দাবি যে সত্যি, তা কিছুদিনেই প্রমাণ হবে বলেও জানিয়েছেন মাস্ক।

জেফারি এপস্টেইন ফাইলে ডোনাল্ড ট্রাম্পের নাম, বললেন মাস্ক

যতই সম্পর্ক খারাপ হচ্ছে, ততই দু’জন একে অপরের বিরুদ্ধে বোমা ফাটাচ্ছেন। একদিকে ট্রাম্প হুমকি দিয়েছেন যে ইলন মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি যাবতীয় চুক্তি বাতিল করে দেওয়া হবে। এর ঘণ্টাখানেক পরই মাস্কও পাল্টা জবাবে স্পেসএক্সের (SpaceX) ড্রাগন স্পেসক্রাফ্ট তৈরি স্থগিত করে দেওয়ার কথা জানালেন।

ড্রাগন স্পেসক্রাফ্ট তৈরি স্থগিত করে দিলেন ইলন মাস্ক