
Donald Trump: ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সলতে পাকিয়ে দিয়েছে ইজরায়েল। এবার পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে ইজরায়েলের ওপর ইরানের পাল্টা হামলা সময়ের অপেক্ষা। ইজরায়েলের হামলা নিয়ে বেশ অপ্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ক্ষমতায় ফিরলেই মধ্যপ্রাচ্যের সব যুদ্ধ থেমে, শান্তি আসবে। কিন্তু কোথায় কি! ট্রাম্পের আপত্তি উড়িয়েই ইরানের পরমাণু ঘাঁটি, সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল। কিন্তু অসহায় ট্রাম্পের কিছুই করার নেই। কারণ মার্কিন প্রশাসনে যেই আসুন ইজরায়েলকে চটিয়ে কিছুই করার উপায় নেই। তাই বেঞ্জামিন নেতানিয়াহু কথা না শুনলেও ট্রাম্প পুরোপুরি ইজরায়েলের পাশেই দাঁড়ালেন। ইরানের ওপর ইজরায়েলের প্রশংসাও করলেন মার্কিন প্রেসিডেন্ট, সাফ জানালেন এরকম আঘাত আরও হবে, যদি না ওরা পরমানু চুক্তিতে সই করে।
ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের
ইরানকে তরম সতর্কতা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বললেন, "আমি ইরানকে একের পর এক সুযোগ দিয়েছি পরমাণু বিষয়ে চুক্তি করার জন্য। আমি ওদের কঠিনতম ভাষায় বলেছি, 'শুধু এটা করো।' কিন্তু ওরা যতই চেষ্টা করুক কিংবা যত কাছাকাছি পৌঁছাক, তারা শেষ পর্যন্ত চুক্তিতে রাজি হয়নি। এর মধ্যেই অনেক মৃত্যু এবং ধ্বংস হয়েছে, কিন্তু এই নৃশংসতা, যেখানে পরবর্তী পরিকল্পিত হামলাগুলো আরও নির্মম হবে, তা বন্ধ করার সময় এখনও আছে ওদের কাছে। ইরানকে অবশ্যই পরমাণু চুক্তিতে সই করতে হবে, তা না হলে ওদের আর কিছুই বাকি থাকবে না এবং ইরানিয়ান রাজত্ব নামে যেটা চেনা ছিল সেটার আর অস্তিত্ব থাকবে না।" আরও পড়ুন-Israel-Iran War: ইরানের বড় বায়ুসেনা ঘাঁটি কালো ধোঁয়ায় ভরে দিল ইজরায়েল, তারপর... দেখুন ভিডিয়ো
দেখুন ইজরায়েল-ইরান উত্তেজনা নিয়ে কী বললেন ট্রাম্প
US President Donald Trump posts, "I gave Iran chance after chance to make a deal. I told them, in the strongest of words, to "just do it," but no matter how hard they tried, no matter how close they got, they just couldn't get it done...There has already been great death and… pic.twitter.com/RnD03bXuSY
— ANI (@ANI) June 13, 2025
ইজরায়েল ফের আক্রমণ করল ইরানকে
এদিকে, এদিন দুপুরের পর ইজরায়েল নতুন করে ইরানে যে হামলা চালাচ্ছে তাতে তেমন কোনও বাধা আসছে না। অনেকেই দাবি করছেন, গতকাল রাতের হামলায় ইরানের মনোবল অনেকটাই ভেঙে পড়ছে। ইরান এদিন ইজরায়েলের ওপর যতগুলি ড্রোন হামলা চালিয়েছিল তা প্রতিহত হয়েছে।