
Hot Air Balloon Crash: আকাশে আতঙ্ক অব্যাহত। এবার বিমান নয়, হট এয়ার বেলুনে দুর্ঘটনা। সারাজীবন মনে রাখার মত এক অভিজ্ঞতার সাক্ষী থাকতে হট এয়ার বেলুনে চেপে ছিলেন ওরা। বেলুনে চড়ে আকাশে ভাসার এমন অ্যাডভেঞ্চারের সুযোগ জীবনে কমই আসে। কিন্তু দক্ষিণ ব্রাজিলের (Brazil) স্যান্টা ক্যাটারিনা ( Santa Catarina)-য় মাঝ আকাশে সফররত একটা হট এয়ার বেলুন ফেটে গেল। হট এয়ার বেলুনটিতে ২২ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। আকাশ থেকে খসে পড়ে কমপক্ষে ৮জন পর্যটকের অগ্নিদগ্ধ দেহ, এমনটা জানিয়েছেন স্থানীয়রা। কয়েকজন বেলুনটির ওপর আগুন থেকে রক্ষা পেতে থেকে জীবন্ত অবস্থাতেও মরণঝাঁপ দেন বলে খবর। জোরকদমে চলছে উদ্ধারের কাজ। মরসুমের এই সময়টা ছবির চেয়েও সুন্দর স্যান্টা ক্যাটারিনায় গোটা বিশ্ব থেকে পর্যটকরা ভিড় জমান।
দেখুন দুর্ঘটনার ভিডিওটি
🔴BREAKING: At least eight people are #dead after a hot air balloon carrying 22 people crashed in #PraiaGrande, in #Brazil’s state of #SantaCatarina. pic.twitter.com/tUJ14ly5rq
— News.Az (@news_az) June 21, 2025
কী কারণে এত বড় দুর্ঘটনা
সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই এয়ার বেলুন দুর্ঘটনার ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হট এয়ার বেলুনটি মাঝ আকাশে ফেটে আগুন ধরে গেল। আগুন ধরার পর সেটি পুরোপুরি ভষ্মীভূত হতে বেশি সময় নেয়নি। এয়ার বেলুনটির জ্বালানির ট্যাঙ্কে ভালভে ত্রুটি থেকেই এই বিপর্যয় বলে জানা গিয়েছে।
ব্রাজিলে হট এয়ার বেলুন বিপর্যয়
🚨 Tragic Balloon Crash in Brazil 🚨
At least 8 people have died after a hot air balloon accident in Santa Catarina, southern Brazil, on Saturday.
Scenic ride turned into a deadly disaster. Investigation underway.
📍#Brazil #HotAirBalloon #AirBalloon #SantaCatarina pic.twitter.com/BW9RD5kEP3
— know the Unknown (@imurpartha) June 21, 2025
হট এয়ার বেলুন কীভাবে কাজ করে
বিস্ফোরণের পরেই এয়ার বেলুনটি থেকে মাটিতে খসে পড়তে থাকে একের পর দেহ। বেলুনটি বিস্ফোরণের পর আগুন ধরে গিয়ে একেবারে চুপসে যায়। কী করে হট এয়ার বেলুনটি দুর্ঘটনার মুখে পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। হট এয়ার বেলুন যেভাবে কাজ করে গরম হাওয়া হালকা হওয়ায় এটি ঠান্ডা বাতাসের তুলনায় ওপরে উঠে যায়, ফলে বেলুনটি উপরের দিকে ভেসে ওঠে।