Cyclone Mocha Makes Landfall. (Photo Credits: Twitter)

বাংলায় আসার সম্ভাবনা ছিল। সেই ঘূর্ণিঝড় মোকা তীব্র শক্তিতে আছড়ে পড়ল মায়নামার ও বাংলাদেশে। বেশী শক্তিশালী মোকার আঘাত খেল মায়নমার। রবিবার বিকেলে মায়নমারের রাখাইনের সিরওয়ে শহরে ঘণ্টায় ২০৯ কিলোমিটার বেগে আছড়ে পড়ে মোকা। মায়নামারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুন থেকে ৪০০ কিলোমিটার দূরের সিরওয়ে শহরে মোকার প্রভাবে পুরোপুরি লন্ডভন্ড হয়ে গিয়েছে। ভেঙে পড়েছে বেশ কিছু বাড়ি, বৈদ্যুতিক ল্যামপোস্ট, মোবাইল ফোনের টাওয়ার উপরে পড়েছে। সেখানকার সঙ্গে যোগাযোগ করার কোনও উপায় নেই। বহু মানুষকে স্কুল, প্যাগোডায় নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত মোকার কারণে মায়নামারে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

এদিন স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ বাংলাদেশের কক্সবাজার ও উত্তর মায়নমার উপকূল পার হয় ঘূর্ণিঝড় মোকা। বাংলাদেশে ঘণ্টায় ১৪৭ কিলোমিটার বেগে আছড়ে পড়ে মোকা। মোকার প্রভাবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে ব্য়াপক বৃষ্টিপাত হয়। চট্টগ্রাম, পেনী, নোয়াখালী সহ বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী জেলায় এখনও মহাবিপদসঙ্কেত জারি করা আছে।

দেখুন মোকার দাপটের ভিডিয়ো

দেখুন মোকার ধ্বংসলীলা

দেখুন ভিডিয়ো

বাংলাদেশের সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড় মোকার দাপটে কমপক্ষে ১১ জনের জখম হওয়ার খবর মিলেছে। মোকার তাণ্ডবে শেখ হাসিনার দেশে সাড়ে তিন শতাধিক ঘর বিধ্বস্ত হওয়ার খবর মিলেছে।