Tipu Sultan's Sword Auctioned: লন্ডনের নিলামে ১৪৩ কোটি টাকায় বিক্রি 'দ্য টাইগার অফ মাইসোর' টিপু সুলতানের তলোয়ার
Tipu Sultan's Sword (Photo Credit: IANS/ Twitter)

সম্প্রতি লন্ডনের নিলামে ১৪৩ কোটি টাকায় বিক্রি হল 'দ্য টাইগার অফ মাইসোর' টিপু সুলতানের বিখ্যাত শোবার ঘরের তলোয়ার। কোনও ভারতীয় বস্তুর ক্ষেত্রে এটি নতুন বিশ্বরেকর্ড। তলোয়ারটির হাতল সোনার ক্যালিগ্রাফি দিয়ে সাজানো। লন্ডনের একটি বেসরকারি নিলাম সংস্থা বনহ্যামস এই তলোয়ার বিক্রি করে ১৪,০৮০,৯০০ পাউন্ডে। নিলাম সংস্থা জানিয়েছে, ১৭৯৯ সালের ৪ মে ব্রিটিশ বাহিনীর হাতে নিহত হওয়ার পর টিপু সুলতানের প্রাসাদের ব্যক্তিগত ঘরে এই তলোয়ারটি পাওয়া যায়। বোনহ্যামসের মতে, তাঁর মৃত্যুর পরে ব্রিটিশ মেজর জেনারেল ডেভিড বেয়ার্ডের কাছে তাঁর সাহসের প্রতীক হিসাবে তলোয়ারটি উপস্থাপন করা হয়েছিল। তলোয়ারটিতে অত্যন্ত বিরল এবং সূক্ষ্ম ক্যালিগ্রাফিক রয়েছে যা জটিলভাবে স্বর্ণে জড়ানো, এককথায় অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ভারতীয় উৎপাদনের একটি মাস্টারপিস।

দেখুন তলোয়ার

ব্লেডের উপরে সোনার খোদাই করা একটি শিলালিপিতে লেখা রয়েছে 'শামশির-ই মালিক' বা 'রাজার তলোয়ার'। বনহ্যামসের ইসলামিক অ্যান্ড ইন্ডিয়ান আর্টের গ্রুপ হেড নিমা সাঘারচির জানান, তলোয়ারটির অসাধারণ ইতিহাস রয়েছে। ঘরের মধ্যে দু'জন ফোন বিডার আর একজন বিডারের মধ্যে এত উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতা, তাতে অবাক হওয়ার কিছু নেই। " তিনি আরও বলেন, "এই ফলাফলে আমরা খুশি।