মুম্বই, ২৮ অগাস্ট: মাত্র ২৮-এই সব শেষ। জীবন শুরু হতে না হতেই শেষ হয়ে গেল টিকটক স্টার নাতাশা অ্যালেনের (TikTok Star Natasha Allen)। ৫ বছর ধরে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর চলে গেলেন টিকটকের জনপ্রিয় তারকা নাতাশা অ্যালেন। গত ২২ অগাস্ট নাতাশা আর লড়তে পারেননি। ক্যানসারের সঙ্গে লড়াইয়ে তাঁর জীবন থেমে যায়। নাতাশা অ্যালেনের মৃত্যুর খবরে ভেঙে পড়েন তাঁর বহু অনুরাগী।
নাতাশার (TikTok Star Natasha Allen Dies) ইনস্টাগ্রাম হ্যান্ডেলের তরফে তাঁর মৃত্যুর খবর প্রকাশ করা হয়। যা দেখে শোকে ভেঙে পড়েন বহু মানুষ।
নাতাশার মৃত্যুর খবর প্রকাশ করা হয় তাঁর ইনস্টা হ্যান্ডেলে...
View this post on Instagram
২০২০ সালে নাতাশা অ্যালেনের ক্যানসার ধরা পড়ে। প্রথমে হাঁটুতে একটি টিউমার ধরা পড়ে নাতাশার। এরপর সেই টিউমার পৌঁছে যায় স্টেজ থ্রি ক্যানসারে। ক্যানসার ধরা পড়ার পরপরই নাতাশার কেমোথেরাপি শুরু হয়। একাধিক কেমোথেরাপি, রেডিয়েশন, অস্ত্রোপচার হয় নাতাশার। কিন্তু কোনও কিছু কাজ দেয়নি শেষ পর্যন্ত। ৫ বছর ধরেদীর্ঘ লড়াইয়ের পর অবশেষে থেমে যায় নাতাশার শ্বাস প্রশ্বাস। মৃত্যুর কোলে ঢলে পড়েন বছর ২৮-এর নাতাশা।
জানা যায়, হাঁটুর ক্যানসারের (Cancer) সঙ্গে লড়াইয়ের মাঝে তা পৌঁছে যায় ফুসফুসেও। ফলে নাতাশা ফুসফুসের স্টেজ ৪ ক্যানসারের সঙ্গেও লড়াই শুরু করেন। ওই সময় একের পর এক চিকিৎসা করেও কাজ হয়নি। পরপর ২টি ক্যানসার শেষ করে দেয় নাতাশার জীবন।
নাতাশার মৃত্যুর খবর তাঁর বহু শুভানুধ্যায়ী ভেঙে পড়েন। কেউ বলেন, মিষ্টি মুখের একটি প্রাণোচ্ছ্বল মেয়ে হারিয়ে গেল। কেউ বলেন, নাতাশার স্টোরি মিস করবেন।
কেউ বলতে থাকেন, তাঁদের কান্না পাচ্ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। নাতাশার মৃত্যুর খবর অনেকেই মেনে নিতে পারেননি।