লন্ডন, ৩ অগাস্ট: বেজিং থেকে লন্ডন। বাইটড্যান্সের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের হেডকোয়ার্টার অর্থাৎ সদর দফতর বেজিং থেকে সরিয়ে লন্ডনে নিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। গ্রাহকের তথ্য নয়ছয় করার অভিযোগে চিনা সংস্থা বাইটড্যান্সের জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপ 'টিকটক' নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। সেই একই পথে হাঁটতে পারে আমেরিকাও। যার জেরে ব্রিটেনের সঙ্গে সমঝোতা করে আপাতত আসর গোছাতে ব্যস্ত বাইটড্যান্স।
দ্য সান পত্রিকার তরফ থেকে এই খবর প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই বাইটড্যান্স কর্তৃপক্ষ এই তথ্য ঘোষণা করবে বলে জানা গিয়েছে। গোটা ঘটনাটিতে ক্ষুব্ধ হতে পারে ট্রাম্প প্রশাসন। দ্য সান পত্রিকার খবরে এমন ইঙ্গিতও দেওয়া হয়।
বাইটড্যান্সের থেকে টিকটকের মালিকানা অধিগ্রহণের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মাইক্রোসফটের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।