Photo Credits: Pixabay

নয়াদিল্লিঃআমেরিকায় ‘টিকটক(TikTok)’-এর ভাগ্য ঝুলছিল সে দেশের সুপ্রিম কোর্টের (Supreme Court)হাতে। আগেই যুক্তরাষ্ট্রে চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ 'টিকটক' অ্যাপটি নিষিদ্ধ রাখার ইঙ্গিতই দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই আইনই বহাল রাখল আদালত। আজ, রবিবার ১৯ জানয়ারি থেকে আমেরিকায় বন্ধ হয়ে গেল 'টিকটক।' প্রসঙ্গত, উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৩ সালেই আমেরিকায় ‘টিকটক’পুরোপুরি নিষিদ্ধ করার জন্য আইন পাশ করে আমেরিকা। তার আগে ২০২২ সালের ডিসেম্বরে সরকারি কর্মচারীদের চিনা অ্যাপ ‘টিকটক’ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করেছিল আমেরিকার সেনেট। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে জানায় বাইডেন সরকার। তার পরেই আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সংস্থাটি।

আমেরিকায় নিষিদ্ধ হল টিকটক