TikTok Banned in Pakistan: টিকটক ব্যান করল চিনের বন্ধু রাষ্ট্র পাকিস্তানও
টিকটক (Photo Credits: Pexels)

ইসলামাবাদ, ৯ অক্টোবর: ভারতের সঙ্গে চিনের (China) সীমান্ত নিয়ে চলা উত্তেজনার কারণে একাধিক চিনা অ্যাপ (Chinese App) নিষিদ্ধ করে ভারত (India)। এমনকি চিনা পণ্যের ব্যবহার না করার সিদ্ধান্তও নেই ভারত সরকার। কেন্দ্র সরকার অনেক আগেই চিনা অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করে যার ফলে অর্থনৈতিক স্তরে চিনের অনেক ক্ষতি হয়ে গেছে। টিকটক, হ্যালোর মত অ্যাপগুলি নিষিদ্ধ করে দেওয়া হয়। এদিকে প্রতিবেশী ও বন্ধু দেশ পাকিস্তান (Pakistan) থেকে একটি বড় খবর আসছে। এবার চিনা অ্যাপ টিকটক (TikTok) নিষিদ্ধ করল পাকিস্তানের টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ।

জানা গেছে, পর্নোগ্রাফির বরাত দিয়ে পাকিস্তান এই চিনা অ্যাপগুলি বন্ধ রাখার ব্যবস্থা নিয়েছে। জুলাই মাসেই পাকিস্তানের টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ এই ভিডিও শেয়ারিং অ্যাপের মূল সংস্থা বাইটডান্সকে নির্দেশ দেয় অশ্লীল, কুরুচিপূর্ণ কন্টেন্টগুলি যেন নিয়ন্ত্রণ করা হয়। এবার পিটিএ পাকাপাকিভাবে জানিয়ে দেয় টিকটক নিষিদ্ধ করার কথা।

আরও পড়ুন, 'রাজ্যের পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে গেছে', মন্তব্য ক্ষুব্ধ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের

এর আগেও পাবজি ব্যান করে পাকিস্তান। সরকার জানায় এই গেমটি সমাজের মানুষদের অংশ করে তোলে। প্রতিবেশী দেশ পাকিস্তান টিকটকের বিষয় সম্পর্কে চিনা অ্যাপটিকে বহুবার সতর্ক করে। তবুও, টিকটক তা মেনে চলেনি। একে আগে ভারতে চিনের ৫৯ টি অ্যাপি নিষিদ্ধ হয়। তবে এর মূল কারণ ছিল সীমান্ত সংঘর্ষের বদলা অ্যাপে কোপ মারা।