US Shocker: শিশুদের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টা, স্টিং অপারেশনে ধৃত ৩ ডিজনি ওয়ার্ল্ড কর্মী
প্রতীকী ছবি(Photo Credit :PTI)

ফ্লোরিডা, ৫ আগস্ট:  শিশুদের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ডিজনি ওয়ার্ল্ডের (Disney World) তিন কর্মী৷ ফ্লোরিডার পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করেছে৷ বেশ কিছুদিন ধরে শিশুদের উপরে যৌন অত্যাচেরর খবর মেলায় ৬ দিনের একটা স্টিং অপারেশন চালানো হয়৷ তাতেই ১৭ জন অভিযুক্তকে হাতেনাতে ধরেছে পুলিশ৷ ধৃতদের মধ্যে তিনজন ডিজনি ওয়ার্ল্ডের কর্মী৷ এই তিনজনের মধ্যে দুই অপরাধীর পরিচয় জানা গেছে৷ এর হল সাভানা ম্যাকগ্রু(২৯) ও জোনাথন ম্যাকগ্রু (৩৪)৷ এই প্রসঙ্গে পক কাউন্টি শেরিফ গ্রেডি জাড বলেন, সাভানা ও জোনাথান ১৩ বছরের কিশোরীর সঙ্গে যৌন সংসর্গের চেষ্টা করছিল৷ ধৃতরা ডিজনি ওয়ার্ল্ডের হলিউড স্টুডিওতো কাস্টোডিয়ান্সের ভূমিকায় কাজ করছিল৷ আরও পড়ুন-Rishikesh: ঋষিকেশের গঙ্গায় সাঁতার কাটতে নেমে তলিয়ে গেলেন ৩ বন্ধু

তৃতীয় অভিযুক্ত ডিজনির অ্যানিম্যাল কিংডম লজের লাইফ গার্ডের কাজ করে৷ তার নাম কেনেথ হ্যাভিয়ে অ্যাকিনো৷ কেনেথ একজন প্রাক্তন নৌসেনা৷ সে আর তার অন্তঃসত্ত্বা স্ত্রী এক নাবালিকার সঙ্গে যৌন সংসর্গে যাওয়ার চেষ্টা করছিল৷ ধৃতদের মধ্যে একজন আবার HIV পজিটিভ৷ সে ইচ্ছে করেই কিশোরীদের সঙ্গে অসুরক্ষিত যৌনজীবনে আগ্রহী৷

এই প্রসঙ্গে কাউন্টি শেরিফ গ্রেডি জাড বলেন, “সন্দেহভাজন ১৭ জনের মধ্যে ৯ জন আবার পুরোনো অপরাধী৷ এর একেবারে নরকের কীট, কদর্য মানুষ৷ এরা যে ভাষায় কথা বলে তা আমরা উচ্চারণের কথা ভাবতেও পারি না৷ বছর ১৩ ছোট ছোট ছেলেমেয়েদের ধৃতরা যে কি মনে করে সেই সংক্রান্ত ছবি ও ভিডিও ক্লিপ আমাদের হাতে এসেছে৷ সেগুলো প্রকাশ্যে আনতে পারছি না৷”