তিনজন প্যালেস্তানীয়কে গুলি করার অভিযোগ উঠল মার্কিন যুক্তরাষ্ট্রে। ঘটনাটি ঘটেছে শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বুরলিঙ্গন শহরে।তথ্য থেকে জানা গেছে সেই সময় থ্যাঙ্কংসগিভিং পার্টি থেকে ফেরার সময় একজন শ্বেতাঙ্গ মানুষ বন্দক হাতে নিয়ে দাঁড়ায় তাদের সামনে।
গুরুতর আহত অবস্থায় ৩ জনকে ইউনিভার্সিটি অফ ভারমন্ড মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।ঘটনার জেরে দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে কিন্তু আরেকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত ৩ জনের মধ্যে দুজন মার্কিন নাগরিক এবং একজন আইনত বাসিন্দা বলে জানা গেছে।
মোট চার রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালায় ওই ব্যক্তি। ঘটনার সময় দুজন ছাত্র সেসময় কিফায়া যা প্যালেস্তানীয়দের প্রতীক হিসেবে ধরা হয় তা পড়েছিলেন।
ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই। যদিও গুলি চালনাকারীকে এখনও পর্য্ন্ত চিহ্নিত করা যায়নি।
সম্প্রতি ইজরায়েল হামাস যুদ্ধ চলছে গাজায়। তবে তার আঁচ কিন্তু ছড়িয়ে পড়েছে বিশ্বে। বিশেষ করে আমেরিকা এই যুদ্ধে পরোক্ষভাবে সহযোগী হওয়ায় গাজায় ইজরায়েলের ক্রমাগত বিমান হামলায় সাধারণ নাগরিকের মৃত্যু নিয়ে বিক্ষোভ মিছিল প্রদর্শিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায়।
চলতে থাকা সেই দ্বন্দ্বই এবার ক্ষোভ সৃষ্টি করেছে যে কারণে এই হামলা বলে মনে করা হচ্ছে।
Three Palestinian college students shot in US
Read @ANI Story | https://t.co/ok1OaZ4FbD#US #Shooting #Palestinian pic.twitter.com/oxqOOy5Tfy
— ANI Digital (@ani_digital) November 26, 2023