Earthquake (Photo Credits: X)

Afghanistan Earthquake: শুক্রবার রাতের পর শনিবার ভোরে পরপর জোড়া কম্পন আফগানিস্তানে। গত দশ দিনে এই নিয়ে ষষ্ঠবার কেঁপে উঠল তালেবান শাসিত দেশ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ১৮ জুলাই, শুক্রবার রাত ৯টা ৩৭ মিনিট নাগাদ রিখটার স্কেলে ৪.৬ মাত্রায় কেঁপে ওঠে আফগানিস্তান (Afghanistan)। এরপর ১৯ জুলাই, শনিবার ভোররাত দেড়টা নাগাদ রিখটার স্কেলে ৪.২ মাত্রায় কম্পন অনুভূত হয়। সর্বশেষ ভূমিকম্পটি ভোররাত ২টো ১১ মিনিট নাগাদ রিখটার স্কেলে ৪ মাত্রায় অনুভূত হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর তিনবার কেঁপে উঠেছে আফগানিস্তান। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে দেশবাসীর মধ্যে।

শুক্রবার রাতে ৪.৬ মাত্রায় কম্পন

শনিবার ভোররাত দেড়টা নাগাদ ৪.২ কম্পন

ভোররাত ২টো ১১ মিনিট ৪ মাত্রায় কম্পন

এর আগে ১৭ জুলাই, বৃহস্পতিবার ভূমিকম্প আঘাত হেনেছিল আফগানিস্তানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭।

তাঁর আগে ১৪ জুলাই কেঁপে উঠেছিল তালেবান শাসিত দেশ। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.০।

১০ জুলাইও ভূমিকম্প আঘাত হানে এই দেশে। দুপুর আড়াইটে নাগাদ ৪.৩ মাত্রায় কেঁপে উঠেছিল আফগানিস্তান।